Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিছুয়ানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ৬,৯৯০ জন উদ্ধারকর্মী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২২, ৭:৪৩ পিএম

চীনের সিছুয়ান প্রদেশের কানচি অঞ্চলের ভূমিকম্প প্রতিরোধ ও দুর্যোগ উদ্ধার-বিষয়ক পরিচালনা দপ্তর থেকে জানা গেছে, আজ (বুধবার) দুপুর সাড়ে ১১টা পর্যন্ত মোট ৬,৯৯০ জন উদ্ধারকর্মী দুর্গত অঞ্চলে উদ্ধার কাজ চালাচ্ছে।

এছাড়া, মোট ৫,৯৭৯টি উদ্ধার সরঞ্জাম, ৯৪৩টি গাড়ি, ১৫৫টি বড় আকারের সরঞ্জাম, ৪১টি জাহাজ, ৫টি জেনারেটর গাড়ি, ৪টি হেলিকপ্টার এবং ১০টি ড্রোন দুর্গত অঞ্চলে কাজ করছে। ভূমিকম্প-কবলিত অঞ্চলে মোট ৪১টি কেন্দ্রীভূত বন্দোবস্ত স্থাপন করা হয়েছে এবং মোট ১৩,২৩২ লোক সেখানে অস্থায়ীভাবে বাস করছে।

চীনের সি ছুয়ান প্রদেশের লু থিংয়ে গত সোমবার ভূমিকম্প সংঘটিত হওয়ার পর রাশিয়াসহ বেশ কিছু দেশ বিভিন্নভাবে চীনের প্রতি সমবেদনা জানিয়েছে এবং ত্রাণ-সাহায্য পাঠানোর কথা ব্যক্ত করেছে। তাতে চীন আন্তরিকভাবে কৃতজ্ঞ।

আজ (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেছেন। মাও নিং বলেন, চীন সরকার যথাসাধ্য উদ্ধার ও ত্রাণকার্য্য চালাচ্ছে। উদ্ধারকারীরা দুর্ঘটনার পরপরই দুর্গত অঞ্চলে ছুটে গেছেন। নিখোঁজদের উদ্ধার এবং আহতদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন তারা। দুর্যোগ মোকাবিলা এবং দুর্গতদের পুনর্বাসনে সক্ষম হবে বলে আস্থাবান চীন। সূত্র: সিআরআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ