Inqilab Logo

শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে দক্ষিণ এশিয়া

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

ইউক্রেনে রুশ অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমা দেশগুলো। রুশ অর্থনীতিকে পঙ্গু করতে নানামুখী পদক্ষেপ নিচ্ছে তারা। এ পদক্ষেপের প্রতিক্রিয়ায় মস্কোও ইউরোপে গ্যাস সরবরাহে লাগাম টানছে। এ অবস্থায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হয়েছে। চলতি বছরের শেষ দিকে কিংবা আগামী বছর প্রধান অর্থনীতিগুলো মন্দায় পড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে এমন ঝুঁকি মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলো ক্রেমলিনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করছে। এক্ষেত্রে দেশগুলো পর্যটক আকর্ষণ থেকে বাণিজ্য বাড়ানো পর্যন্ত ক্ষেত্রগুলোয় রাশিয়ার সঙ্গে অংশীদারত্ব বাড়াচ্ছে। এর মাধ্যমে ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মিয়ানমার মূল্যস্ফীতির চাপ মোকাবেলা এবং কভিডের বিপর্যয় কাটিয়ে অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা করছে। রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা নিয়ে পশ্চিমাদের হুঁশিয়ারি সত্তে¡ও দেশটি থেকে জ্বালানি আমদানি বাড়িয়ে দিয়েছে ভারত। দেশটি মূলত মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি তেল আমদানি করে। তবে রুশ জ্বালানির দাম তুলনামূলক কম হওয়ায় দেশটি রাশিয়ার দিকে ঝুঁকেছে। কয়েক মাস ধরে রাশিয়া থেকে দেশটির দৈনিক অপরিশোধিত জ্বালানি তেলের আমদানির পরিমাণ ১০ লাখ ব্যারেলের কাছাকাছি। জ্বালানি তেলের পাশাপাশি দেশটি থেকে কয়লা আমদানিও বাড়িয়েছে ভারত। পাশাপাশি আরো বেশকিছু বিষয়ে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে আলোচনা চালিয়ে যাচ্ছেন দেশ দুটির কর্মকর্তারা। এদিকে থাইল্যান্ড জানিয়েছে, রুশ পতাকাবাহী এয়ারলাইনস অ্যারোফ্লট অক্টোবরের শেষে মস্কো ও ফুকেটের মধ্যে পুনরায় নিয়মিত পরিষেবা চালু করবে। রুশ পর্যটকদের কাছে ফুকেট জনপ্রিয় একটি গন্তব্য। তবে ইউক্রেনে রুশ আক্রমণের পরিপ্রেক্ষিতে পশ্চিমা নিষেধাজ্ঞার সঙ্গে সংগতি রেখে রুটটি স্থগিত করা হয়েছিল। দেশটির পর্যটন কর্তৃপক্ষের গভর্নর ইউথাসাক সুপাসর্ন বলেন, এ রুটটি পুনরায় চালু হলে থাই পর্যটন খাত উপকৃত হবে। জিরো কভিড নীতির আওতায় কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞা অব্যাহত থাকায় থাইল্যান্ডে চীনা পর্যটকের সংখ্যা কমে গিয়েছে। এজন্য গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দেশটিতে সবচেয়ে বিদেশী পর্যটক এসেছিল রাশিয়া থেকে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির লক্ষ্য চলতি বছর ১০ লাখ রুশ পর্যটক আকৃষ্ট করার। গত মে মাসে দেশ দুটি একটি বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য স¤প্রসারণেও সম্মত হয়েছে। এর মাধ্যমে ২০২৩ সালে ১ হাজার কোটি ডলার বাণিজ্যের লক্ষ্য থাই ও রুশ কর্তৃপক্ষের। দ্বিপক্ষীয় বাণিজ্যের এ পরিমাণ ২০২১ সালের চেয়ে প্রায় চার গুণ বেশি। চলতি বছর এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনে সভাপতিত্ব করা থাইল্যান্ড দেশটিতে গাড়ি ও খাদ্য রফতানি করে এবং রাশিয়া থেকে অপরিশোধিত জ্বালানি তেল ও সার আমদানি করে। এদিকে গত ১৮ আগস্ট গম রফতানি স¤প্রসারণ নিয়ে আলোচনা করেছে ভিয়েতনাম ও রাশিয়া। গমে আগাছার বিজ পাওয়ায় ভিয়েতনামে রাশিয়ার গমের চালান ২০১৮ সালে ২৬ লাখ টন থেকে ২০২১ সালে ১ লাখ ৯০ হাজার টনে নেমে গিয়েছে। এ অবস্থায় দেশটি ভিয়েতনামে চলতি মাসে আগাছার বীজমুক্ত একটি গমের চালান পাঠাতে চায়। যুদ্ধের কারণে রাশিয়ার পাশাপাশি শীর্ষস্থানীয় উৎপাদক ইউক্রেন থেকে চালান ব্যাহত হওয়ায় গমের দাম বাড়ছে। রুটি ও নুডলস তৈরিতে ভিয়েতনামে শস্যটি ব্যাপকভাবে ব্যবহ‚ত হয়। হ্যানয় সম্ভবত রাশিয়া থেকে আমদানি বাড়িয়ে দেশে দাম কমানোর চেষ্টা করছে। ভিয়েতনাম যুদ্ধের সময় সাবেক সোভিয়েত ইউনিয়ন ভিয়েতনামের পক্ষে ছিল এবং মস্কো ও হ্যানয় আজও সেই ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। গত জুলাইয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরফ ভিয়েতনাম সফর করেন। ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সনের সঙ্গে বৈঠকে তারা বিস্তৃত ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে সম্মত হন। অন্যদিকে ২০২১ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা দখল করা মিয়ানমার সেনাবাহিনী গত কয়েক মাস ধরে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে। দেশটির একজন সামরিক মুখপাত্র বলেন, জুলাইয়ে মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লাইংয়ের রাশিয়া সফরের সময় একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির অধীনে সেপ্টেম্বরের শুরুর দিকে দেশটি রুশ জ্বালানি তেল আমদানি শুরু করে। মিন অং হ্লাইং ইস্টার্ন ইকোনমিক ফোরামে যোগ দিতে গত রোববার ভ্লাদিভস্টক পৌঁছেছেন। ক্ষমতা দখলের পর এটি রাশিয়ায় তার তৃতীয় সফর। স্ট্রেইট টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ