Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাবিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৫ দোকানিকে জরিমানা

রাবি সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২২, ৫:১০ পিএম

ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অভ্যন্তরে ৫ দোকানীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (০৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরের দোকানগুলোতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন রাজশাহী বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক হাসান আল মারুফ।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৫১ ও ৫৩ নং ধারা অনুযায়ী ৫ দোকানীকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পণ্যের মেয়াদ উত্তীর্ণ হওয়ার কারনে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে টুকিটাকি স্ন্যাকস এন্ড স্টেশনারিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে বিদেশি পণ্যের উপর স্টিকার ও এমআরপি না থাকায় ফয়জুল এন্ড সন্সের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জরিমানা দিতে অস্বীকার করায় এ দোকানকে সিলগালা করার সিদ্ধান্ত নেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে একপর্যায়ে টাকা দেওয়ায় সিলগালা থেকে বেঁচে যান এ দোকানী।

এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশ খাবার পরিবেশন, অপরিস্কার প্লেট রাখার দায়ে টুকিটাকি চত্বরের দুই হোটেল মালিককে ২ হাজার করে ও ১ জনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহী অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ বলেন, কোনো অভিযোগ ছাড়াই আমরা আজকে এই অভিযান পরিচালনা করি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দোকান পরিদর্শন করে ভোক্তা অধিকার বিরোধী কর্মকান্ডে জড়িত থাকায় ৫টি দোকানিকে ৩২ হাজার টাকা জরিমানা করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আমাদের সার্বিক সহযোগিতায় ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে ধন্যবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সহযোগী অধ্যাপক ড. আরিফুর রহমান বলেন, ক্যাম্পাস অভ্যন্তরে অনেক দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্যের তথ্য পেয়েছি আমরা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সাথে নিয়ে অভিযান পরিচালনা করার উদ্যোগ অনেক আগে থেকে আমরা নিয়েছিলাম। রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণের সাথে অনেকবার কথা হয়েছে কিন্তু সময় সুযোগের কারণে অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। আজকে রাজশাহী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় এই অভিযান পরিচালা করা হয়েছে।

এর আগে ২৭ আগস্ট ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষার্থে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের অভ্যান্তরে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৫০ দোকানপাটকে উচ্ছেদ করছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।##

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ