Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় ৪ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২২, ৩:১৪ পিএম

খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার বেলা সাড়ে ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম অভিযান পরিচালনা করেন। মহানগরের বিভিন্ন এলাকায় তদারকি করে টিবি ক্রস রোডে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি মেয়াদ উত্তীর্ণ খাদ্য বিক্রয়, মোড়কে মেয়াদ মূল্য উল্লেখ না করায় শারমিন স্টোরকে ৫ হাজার টাকা, গগন বাবু রোডে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করায় রাজমহল মিষ্টি ঘরকে ৫ হাজার টাকা, অতিরিক্ত দামে চিনি বিক্রি করায় বাপ্পি স্টোরকে ২ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ করায় নিউ মোল্লা ফার্মেসীকে ৩ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলার অনুরোধ জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ