Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুমিল্লায় বিদেশী পিস্তলসহ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ৬:৪৯ পিএম | আপডেট : ৬:৫০ পিএম, ৬ সেপ্টেম্বর, ২০২২

কুমিল্লা শহরতলির ধর্মপুর এলাকা হতে মাসুদুর রহমান মাসুদ নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১,সিপিসি-২এর সদস্যরা। তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

গ্রেফতার মাসুদ ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তার বিরুদ্ধে কুমিল্লা সহ বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল সোমবার বিকালে ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চিহ্নিত সন্ত্রাসী মাসুদুর রহমানকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধান ও আটক আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবত কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ