মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লিজ ট্রাস। আজ মঙ্গলবার রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করে প্রধানমন্ত্রীর দায়িত্ব বুঝে নেবেন তিনি।
এদিকে লিজ ট্রাসের মন্ত্রিসভায় কারা থাকছেন তা নিয়ে চলছে আলোচনা। এ নিয়ে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে মন্ত্রিসভায় কারা থাকছেন তা নিয়ে আভাস দিয়েছে।
কনজারভেটিভ দলের সাবেক কর্মকর্তা ফুলব্রুককে লিজ ট্রাসের মন্ত্রিসভায় সভায় দেখা যেতে পারে। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ট্রাস যখন দলের মনোনয়নের জন্য বিতর্ক ও প্রচার কাজ চালাচ্ছিলেন, সেই দলের সহপরিচালক ছিলেন ফুলব্রুক। মন্ত্রিসভায় থাকতে পারেন ট্রাসের সাবেক বিশেষ উপদেষ্টা রুথ পোর্টার। তিনি এফজিএস গ্লোবাল নামের ক্রাইসিস ম্যানেজমেন্ট ফার্মের ব্যবস্থাপনা পরিচালক।
পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় লিজ ট্রাসের মিডিয়াবিষয়ক বিশেষ উপদেষ্টা অ্যাডাম জোনস মন্ত্রিসভায় থাকতে পারে বলে জানিয়েছে গার্ডিয়ান। বরিস জনসনের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা সাইমন ম্যাকগিকেও মন্ত্রিসভায় দেখা যেতে পারে।
ট্রাসের প্রচার দলে কাজ করা জেসন স্টেইন মন্ত্রিসভায় থাকেন। কারণ অর্থ দপ্তরে লিজ ট্রাসের সঙ্গে কাজ করেছেন জেসন স্টেইন। এ ছাড়া ট্রাসের প্রচার দলের মিডিয়া শাখায় কাজ করা সারাহ লুডলোকে মন্ত্রিসভায় থাকার সম্ভাবনা প্রবল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।