Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্ষমতায় বসার আগেই জনতাকে যে প্রতিশ্রুতি দিলেন লিজ ট্রাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩০ এএম

বরিস জনসনের বিদায়ের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে যাচ্ছেন তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। আজ মঙ্গলবার স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন তিনি।

লিজ ট্রাস ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে সাবেক অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে হারিয়ে দিয়েছেন। সোমবার প্রধানমন্ত্রী হওয়ার পরই ক্রমবর্ধমান জ্বালানি সঙ্কট মোকাবেলায় কর কমানোর প্রতিশ্রুতি দিয়ে কনজারভেটিভ পার্টির এই নেতা। লিজ ট্রাস ফলাফল ঘোষণার পরে বলেন, আমি কর কমানোর ও অর্থনীতির উন্নয়নের জন্য একটি দৃঢ় পরিকল্পনা নেব। জ্বালানি সঙ্কট, বাড়তি বিদ্যুৎ বিলের বোঝা ও জ্বালানি সরবরাহের মতো দীর্ঘ মেয়াদি সমস্যাগুলোও মোকাবেলা করব।

নেতৃত্বের জন্য ট্রাসের প্রতিদ্বন্দ্বী, ঋষি সুনাক বলেছেন যে, তিনি রিচমন্ডের এমপি হিসাবে চালিয়ে যেতে চান এবং পরবর্তী সাধারণ নির্বাচনে ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছিলেন, ‘জীবনের সঙ্কট মোকাবেলা করা, আমাদের দলকে একত্রিত করা এবং আমাদের দেশকে একত্রিত ও নেতৃত্ব দেয়ার জন্য সঠিক পরিকল্পনা ট্রাসের রয়েছে।’

এদিকে, লিজ ট্রাস জয়ী হতে না হতেই বরিস জনসনের মন্ত্রিসভার দুই সদস্য পদত্যাগ করেছেন। তাঁরা হলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ও সংস্কৃতিমন্ত্রী নাদিনে ডরিস। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিক প্রীতি প্যাটেল নবনির্বাচিত প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায়ও না থাকার কথা জানিয়েছেন। আর নাদিনে ডরিস বিবিসিকে বলেছেন, তিনি এখন লেখালেখিতে মনোযোগ দেবেন। সূত্র: বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাজ্য


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ