গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জাতীয় কাউন্সিলে মাওলানা এম এ মতিন চেয়ারম্যান ও প্রিন্সিপাল স উ ম আবদুস সামাদ মহাসচিব নির্বাচিত হয়েছেন। রোববার রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা এম এ মান্নানের সভাপতিত্বে সারাদেশ থেকে আসা প্রতিনিধিদের উপস্থিতিতে কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়।
প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মসিহুদ্দৌলার পরিচালনায় বিদায়ী চেয়ারম্যান নতুন কমিটির চেয়ারম্যান ও মহাসচিবের নাম ঘোষণা করেন। পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি পরে ঘোষণা করা হবে। মুহুর্মূহু স্লোগানে হাজার প্রতিনিধি নতুন পরিষদকে স্বাগত জানান। দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ তাঁদের দায়িত্ব পালনে সর্বস্তরের নেতা-কর্মীর সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।