বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটের কচুয়ায় কিশোরীকে ধর্ষণ মামলার প্রধান আসামী মহিউদ্দীন হাওলাদার (৫০)কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকা তাকে গ্রেফতার করা হয়। এরআগে কিশোরীর বাবা বাদি হয়ে মহিউদ্দীন ও তার স্ত্রী সাথী বেগমকে আসামী করে কচুয়া থানায় মামলা দায়ের করে। আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলা হাসপাতালে নির্যাতনের শিকার কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহামুদ হাসান বলেন, ধর্ষণের ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কাজ শুরু করেছে। রোববার রাতে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত মহিউদ্দীন হাওলাদারকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে কচুয়ার উপজেলার দোবাড়িয়া গ্রামের দিনমজুরের ওই কিশোরী মেয়েকে ডেকে নিয়ে যায় প্রতিবেশি সখী বেগম। এরপর তার সহযোগিতায় স্বামী মহিউদ্দিন হাওলাদার ধর্ষণ করে এবং ভিডিও ধারন করে। পরে কাউকে না জানানোর জন্য হুমকি দেওয়া হয়। পুনরায় ১৫ আগষ্ট একটি বাসায় আটকে রেখে মহিউদ্দীন হাওলাদার ও তার তিন বন্ধু মিলে ধর্ষণ করে। ১৭ আগষ্ট রূপসা ভ্যানস্ট্যান্ডে অসুস্থ অবস্থায় কিশোরীকে ফেলে রেখে যায়। কিশোরীর বাবার অভিযোগ, ঘটনার পর একাধিকবার থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।