Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ জানা যাবে কে হচ্ছে ব্রিটিশদের নতুন নেতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২২, ১০:২০ এএম

পরবর্তী ব্রিটিশ প্রধানমন্ত্রী কে হতে যাচ্ছেন, আজ সোমবারই তা জানা যাবে। সর্বশেষ খবর পর্যন্ত শীর্ষে থাকা দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে পাল্লা ভারী লিজ ট্রাসের দিকেই। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম থেকে শুরু করে ক্ষমতাসীন কনজারভেটিভ দলের সদস্যদের ওপর চালানো জরিপের ফলাফল বলছে, তিনিই বিজয়ী হতে যাচ্ছেন।
ট্রাসের প্রতিদ্বন্দ্বী সাবেক অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক অবশ্য হাল ছাড়েননি।
গত শনিবার টুইটারে ইতিবাচকভাবেই নিজের ‘রেডি ফর রিশি’ প্রচারণার সমাপ্তি টানেন তিনি। নিজ দল ও সমর্থকদের ‘ধন্যবাদ’ জানানোর পাশাপাশি লেখেন, ‘সোমবার দেখা হবে’।
বরিস জনসনকে ক্ষমতা থেকে হটাতে একদম প্রথম দিকে যে কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেছিলেন, ঋষি সুনাক তাঁদের অন্যতম। দলীয় প্রধানের সঙ্গে বনিবনা হচ্ছে না বলেই সে সময় জানিয়েছিলেন সুনাক। শেষ পর্যন্ত নিজেই শামিল হন সেই পদে আসীন হওয়ার প্রতিযোগিতায়। এমনিতে নিজ দলের এমপি-সতীর্থদের মধ্যে ব্যাপক জনপ্রিয় সুনাক। এমপিদের মধ্যে ভোটাভুটিতে তাঁর পক্ষেই ভোট পড়েছে বেশি। তবে দলের জাতীয় পর্যায়ের কর্মীদের মধ্যে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে যান লিজ ট্রাস।
কনজারভেটিভ দলের অনেক সদস্য বরিস জনসনের প্রতি বেশ নিবেদিত। তাঁরা ডাউনিং স্ট্রিট থেকে তাঁর প্রস্থানে অসন্তুষ্ট ছিলেন। আর এ বিষয়টিই সোমবারের চূড়ান্ত ফলাফলকে সুনাকের বিপক্ষে নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, যুক্তরাজ্যের স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে কনজারভেটিভ দলের নেতা হিসেবে বরিস জনসনের উত্তরসূরির নাম ঘোষণা করা হবে। এরপর নিয়ম অনুযায়ী আগামী মঙ্গলবার তাঁকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ।
লিজ ট্রাসের প্রতিশ্রুতি : প্রধানমন্ত্রী হলে এক সপ্তাহের মধ্যেই ক্রমবর্ধমান জ্বালানি মূল্য নিয়ন্ত্রণে পরিকল্পনা ঘোষণা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন লিজ ট্রাস। কিন্তু এটি কিভাবে করবেন, সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। সুনির্দিষ্ট প্রস্তাব চূড়ান্তকরণে প্রথমে অফিসে সময় দিতে হবে বলে উল্লেখ করেছেন ট্রাস।
ঋষি সুনাক যা বলছেন : অন্যদিকে ঋষি সুনাক বলেছেন, জ্বালানিসংক্রান্ত বাড়তি খরচ পেনশনভোগী ও স্বল্প আয়ের মানুষদের সুবিধার বিষয়টি মাথায় রেখে করা উচিত। তিনি আরো বলেন, শীতকালে ব্যাপক জ্বালানিসংকটের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ পরিস্থিতি ‘গুরুতর’ এবং ‘সব রকমের প্রস্তুতি’ প্রয়োজন।
৪২ বছর বয়সী সাবেক অর্থমন্ত্রী সুনাক নিজের প্রচারণা সাজিয়েছিলেন ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, অপরাধ কমিয়ে দেশের রাস্তাঘাট নিরাপদ করার মতো বিষয়গুলোকে কেন্দ্র করে। সূত্র : বিবিসি, এনডিটিভি

 



 

Show all comments
  • Md. zakiul islam ৫ সেপ্টেম্বর, ২০২২, ১১:৩৮ এএম says : 0
    ইংরেজরা একজন ইংরেজ কেই প্রধান মন্ত্রী হিসাবে বেছে নিবে , কোন নেটিভ বা হাইব্রিড কে প্রধান মন্ত্রী হিসাবে দেখতে চাইবে না ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নতুন নেতা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ