Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাজিলে নতুন নেতার আস্থার ডাক

প্রকাশের সময় : ১৪ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্রাজিলের নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট মিশের টেমার জাতির উদ্দেশে আস্থার ডাক দিয়েছেন। গতকাল শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। দেশটির সিনেট গত বৃহস্পতিবার দিলমা রুসেফের বিরুদ্ধে অভিশংসন-প্রক্রিয়া শুরুর পক্ষে ভোট দেয়। এতে ছয় মাসের জন্য বরখাস্ত হয়েছেন তিনি। রুসেফ বরখাস্ত হওয়ার পরপরই তার শত্রু হিসেবে পরিচিত হয়ে ওঠা ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট মিশেল টেমার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন। দায়িত্ব নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। সিনেটের ওই ভোটের ফলে ব্রাজিলের প্রথম নারী প্রেসিডেন্ট রুসেফকে এখন ছয় মাসের জন্য ক্ষমতার বাইরে থাকতে হবে। তার বিরুদ্ধে যে অভিশংসন-প্রক্রিয়া শুরু হবে, তা কয়েক মাস চলবে। রুসেফের বিচার চলাকালে (সর্বোচ্চ ছয় মাস) অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন টেমার। দায়িত্ব নিয়ে গতকালই একটি ব্যবসাবান্ধব মন্ত্রিপরিষদ ঘোষণা করেছেন তিনি। ডানপন্থি দল পিএমডিবির সদস্য টেমার কেন্দ্রীয় ব্যাংকের সাবেক প্রধান হেনরিকে মেইরেলেসকে অর্থমন্ত্রী নিযুক্ত করেছেন।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে টেমার আস্থার ডাক দিয়ে বলেন, আমাদের জনগণের মূল্যবোধ ও অর্থনীতি পুনর্গঠনের সক্ষমতার ওপর আস্থা রাখুন। টেমার বলেন, ব্রাজিলে শান্তি ফিরিয়ে আনা এবং ঐক্য জরুরি। আমরা এমন একটি সরকার গঠন করব, যা জাতিকে রক্ষা করবে। টেমার জানান, তার প্রধান কাজ হবে অর্থনীতিতে প্রাণশক্তি ফিরিয়ে আনা। টেমার বলেন, বিনিয়োগ আকর্ষণ ও অর্থনীতিকে ফের বাড়ন্ত করে তুলতে দেশের বিশ্বাসযোগ্যতা পুনর্গঠন জরুরি। এদিকে সিনেটের ভোটের পর রুসেফ এক ভাষণে বলেন, এটি তার বিরুদ্ধে অভ্যুত্থান আর তামাশা। রুসেফ বলেন, পরিকল্পিত চক্রান্তের অংশ হিসেবে তার বিরুদ্ধে অভিশংসনের এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দিলমা রুসেফের বিরুদ্ধে মূল অভিযোগ, ২০১৪ সালে পুনর্নির্বাচিত হওয়ার আগে তার হস্তক্ষেপে ক্রমবর্ধমান সরকারি অর্থনৈতিক ঘাটতি চেপে যাওয়া হয়েছে এবং অসত্য তথ্য-উপাত্ত দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়িয়ে দেখানো হয়েছে। এর মাধ্যমে তিনি দেশের বাজেট আইন ভঙ্গ করেছেন। একসময় মার্কসবাদী গেরিলা ছিলেন রুসেফ।
গত শতকের সত্তরের দশকে দেশটির সামরিক শাসনের সময় তাকে কারাগারে নিক্ষেপ করা হয়। সিনেটের ভোটাভুটির আগে দেশটির কংগ্রেসের নি¤œকক্ষ রুসেফের বিরুদ্ধে অভিশংসন-প্রক্রিয়া শুরুর পক্ষে ভোট দেয়। রুসেফ শুরু থেকেই এই অভিশংসনের প্রক্রিয়াকে তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্রমূলক অভ্যুত্থান বলে আখ্যায়িত করেছেন। তিনি এর বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। বিবিসি, এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব্রাজিলে নতুন নেতার আস্থার ডাক
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ