Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতে বাবার পঞ্চম বিয়ে ভাঙতে হাজির ৭ সন্তান!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২২, ২:১২ পিএম

আগের পক্ষের স্ত্রী এসে বিয়ে ভেঙে দিচ্ছে স্বামীর। এমন ঘটনা নতুন কিছু নয়। তবে এবারের ঘটনা হার মানাতে পারে সিনেমাকেও। একেবারে সাত সন্তান বিয়ের আসরে হাজির বাবার বিয়ে ভাঙতে। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশে।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই রীতিমতো থ সকলে। পাত্র উত্তরপ্রদেশের বাসিন্দা বছর ৫৫ বছরের শফি আহমেদ। নিয়ম মেনেই এগোচ্ছিল বিয়ের সমস্ত অনুষ্ঠান। হঠাৎ বিয়ের আসরে ঢুকে পড়েন পাত্রের সাত সন্তান। সঙ্গে স্ত্রীও! তাদের দেখে রীতিমতো হতভম্ব শফি। জানা গেছে, যিনি পাত্রকে স্বামী বলে দাবি করছেন, তিনি পাত্রের চতুর্থ স্ত্রী। এর আগে আরও তিনটি বিয়ে করেছেন শফি।

তিনি বলেন, এতদিন সন্তানদের জন্য মাসে মাসে টাকা পাঠাতেন শফি। কিন্তু অনেকদিন দিন ধরে সেই টাকা পাঠানো বন্ধ করে দেন। এরপরই স্বামীর পঞ্চমবার বিয়ের কথা জানতে পারেন তিনি। পরে সন্তানদের নিয়ে বিয়ের আসরে হাজির হন তিনি। এদিকে এ ঘটনার পর বিয়ের অনুষ্ঠান ছেড়ে পালিয়ে যান কনে। তার বাড়ির লোকের সঙ্গে বাকবিতণ্ডা হয় পাত্রের। কনের বাড়ির লোকজন বেধড়ক মারধর করে বরকে। থানায় অভিযোগ দায়ের করেছেন শফির স্ত্রীরা। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ