Inqilab Logo

বুধবার ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১, ২১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

মোহ মায়া মানি

| প্রকাশের সময় : ৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সীমিত বিত্তের হতাশা থেকে উত্তরণের জন্য এক বিবাহিত পুরুষের মুক্তি পাবার বেপরোয়া প্রচেষ্টা এবং সেই উদ্যোগ থেকে উদ্ভূত জালে জড়িয়ে তার বিপর্যয়ের গল্প এটি। আমান (রণবীর শোরে) একজন রিয়েল এস্টেট ব্রোকার। তার বিশ্বাস ছিল এই পেশায় থেকেই সে একদিন তার মধ্যবিত্ত বন্দীশালা থেকে মুক্তি পেতে পারবে। অনেকদিন কাজ করার পরও সে তার স্বপ্ন পূরণের কোনও আভাস দেখতে না পেয়ে যে মাল্টিন্যাশনাল কোম্পানির হয়ে সে কাজ করে তাদের সঙ্গে প্রতারণা শুরু করে। তার স্ত্রী দিব্য (নেহা ধুপিয়া) যে লোভী তাও নয়। সে তার স্বামীর এই অসততার বিষয়টি বুঝতে পারে সে সময় সময় তাকে সতর্ক করারও চেষ্টা করেছে, কিন্তু আমান এটা সেটা বুঝিয়ে তাকে বিভ্রান্ত করে এসেছে। কিন্তু এ যাবত সে যতগুলো অন্যায় করেছে তা ছিল ছোট ছোট। এবার এমন এক সুযোগ এসেছে যাতে তার সব অর্থের প্রয়োজন মিটে যাবে। তার হাত দিয়ে কোম্পানির বড় একটি ব্যবসার সুযোগ এলে সে তার বসের কাছ থেকে বিষয়টি গোপন করে। দিব্য বিষয়টি টের পেয়ে তাকে সতর্ক করে। রঘুবীর নামে এক স্থানীয় এক ডিলারের সঙ্গে সে চুক্তি করে। এবার তার হাতে অনেক টাকা এসে যাবে। সুতরাং নিজেদের ভবিষ্যতের বিলাসী জীবনের জন্য সে পরিকল্পনা করা শুরু করে। সে তার এই বাঁকা পথের আয়ের ব্যাপারে নিশ্চিত ছিল। কিন্তু তা আর সহজ থাকে না। সব তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। একসময় তার জীবনের ওপর ঝুঁকি নেমে আসে। পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য একসময় তার স্ত্রীকেও সে এই জটিল পরিস্থিতির সঙ্গে জড়িয়ে ফেলে। এই জাল থেকে স্ত্রীকে নিয়ে কি সে বেরিয়ে আসতে পারবে?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মোহ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ