Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বগুড়ায় বিএনপি আওয়ামীলীগ পাল্টাপাল্টি সমাবেশ, পুলিশের ১৪৪ ধারা জারি

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২২, ৩:২৯ পিএম

বগুড়া শহরের কালিতলায় একই সময়ে বিএনপি ও আওয়ামী লীগ-যুবলীগ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শুক্রবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় সকল প্রকার সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি সেলিম রেজা।
জানা গেছে, শুক্রবার বিকাল ৪টার দিকে কালিতলা এলাকায় একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগ-যুবলীগ সমাবেশ আহ্বান করে। অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কালিতলা এলাকায় সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন।
বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল জানান, বগুড়া শহরের কালিতলায় একই সময়ে বিএনপি ও আওয়ামী লীগ-যুবলীগ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ রাখতেই দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, যেকোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে কালিতলা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১৪৪ ধারা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ