Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফেনীতে বিএনপি-যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশ, ১৪৪ ধারা জারি

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২১, ১০:৩১ এএম

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবীতে ফেনী জেলায় বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশ আজ। দুপুর দেড়টায় শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়কের পাশে ওয়াপদা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হবার কথা রয়েছে। জেলা বিএনপি সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। কিন্তু গতকাল রাত সাড়ে ১০টায় জেলা প্রশাসন থেকে হঠাৎ ১৪৪ ধারা জারির ঘোষণা আসে। জানা য়ায, শহরের ওয়াপদা মাঠে জেলা বিএনপির পূর্ব ঘোষিত সমাবেশ স্থলে হঠাৎ জেলা যুবলীগ পাল্টা সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা ভেবে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার রাতে এই তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সেলিম মাহমুদ উল হাসান। ঘোষণা অনুযায়ী আজ বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে। এদিকে জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, বিগত দুই সপ্তাহ ধরে ফেনীতে বিএনপির সমাবেশের প্রচারণা চলছে। জেলা প্রশাসনের নিকট বিএনপির পক্ষ থেকে লিখিত আবেদন দিয়ে সমাবেশ করার অনুমতি চাওয়া হয়েছে। সর্বশেষ গত সোমবার সন্ধ্যায় ফেনীর ওয়াপদা মাঠে পরদিন মঙ্গলবার সমাবেশ করার জন্য জেলা প্রশাসন থেকে মৌখিক অনুমতি পাই। কিন্তু ওই মুহুর্তে ফেনীর সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর মৃত্যুর খবর আসে। ওইদিন রাতেই জেলা প্রশাসনের অনুরোধে বিএনপির কর্মসূচি স্থগিত করে বুধবার দুপুরে একই স্থানে জনসভা করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সে আলোকে বিকাল থেকেই দলীয় নেতাকর্মীরা ওয়াপদা মাঠে মঞ্চ তৈরীর কাজ শুরু করে। এমন সময়ে আকস্মিকভাবে জেলা যুবলীগের পক্ষ থেকে ওই স্থানে কর্মী সমাবেশের ঘোষণা করায় আমরা হতভম্ভ। তারা বিএনপির সমাবেশকে ভুন্ডুল করার জন্য পরিকল্পিত ভাবে একই জায়গায় কর্মী সমাবেশ ডেকেছে। এসব কিছুর পরেও বিএনপি সমাবেশ করতে দৃঢ়প্রতিজ্ঞ। এদিকে ফেনী জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন জানান, ওয়াপদা মাঠে বিএনপির সমাবেশ ছিল সেটি আমরা জানতাম না। সেখানে যুবলীগ ও ছাত্রলীগের পূর্ব নির্ধারিত কর্মী সমাবেশ ছিল।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ