Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গর্বাচেভের শেষকৃত্য শনিবার মস্কোতে, সমাহিত হবেন নভোদেভিশি সিমেট্রিতে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ১১:০৭ এএম

সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা মিখাইল গর্বাচেভের শেষকৃত্য শনিবার মস্কোর কেন্দ্রস্থলে অবস্থিত হাউজ অব ইউনিয়নস ভবনের বিখ্যাত বলরুম হল অব কলামসে অনুষ্ঠিত হবে।
গর্বাচেভের ফাউন্ডেশনের এক মুখপাত্র এবং প্রয়াত নেতার মেয়ের বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থাগুলো এ তথ্য নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ১৯৫৩ সালে মৃত্যুর পর সোভিয়েত ইউনিয়নের আরেক শীর্ষ নেতা জোসেফ স্তালিনের মরদেহও এই হল অব কলামসেই প্রদর্শিত হয়েছিল।
১৯৮৫ সাল থেকে বছর সাতেক সোভিয়েত ইউনিয়নের শীর্ষ নেতার দায়িত্বে থাকা গর্বাচেভ ৯১ বছর বয়সে মঙ্গলবার মস্কোর একটি হাসপাতালে মারা যান।
গর্বাচেভের শেষকৃত্য সবার জন্য উন্মুক্ত থাকবে এবং পরে তাকে নভোদেভিশি সিমেট্রিতে সমাহিত করা হবে, গর্বাচেভ ফাউন্ডেশনের প্রেস সেক্রেটারি ভ্লাদিমির পলিয়াকভের বরাত দিয়ে বার্তা সংস্থা তাস এ কথা জানিয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, গর্বাচেভের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় হবে কিনা সে বিষয়ে ক্রেমলিন শিগগিরই তাদের সিদ্ধান্ত জানাবে।
গর্বাচেভ ফাউন্ডেশনের মিডিয়া রিলেশনস প্রধান পাভেল পালাজেঙ্কো পরে বার্তা সংস্থা আরআইএ-কে জানান, হল অব কলামসে সোভিয়েতের সর্বশেষ নেতার শেষকৃত্যের অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্ব নিয়েছে পুতিন প্রশাসনের প্রটোকল বিভাগ।
“একে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যু হিসেবে গণ্য করা হবে কি হবে না, সে বিষয়ে কোনো তথ্য জানা নেই,” বলেছেন তিনি।
গর্বাচেভকে যেখানে সমাহিত করার পরিকল্পনা করা হয়েছে সেই নভোদেভিশি সিমেট্রিতে রাশিয়ার অনেক উচ্চপদস্থ রাজনীতিক, বুদ্ধিজীবী, কবি ও রাজপরিবারের সদস্যদের সমাহিত করা হয়েছে। এটি ষোড়শ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয়েছিল।
এখানে গর্বাচেভের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও রাশিয়ার প্রথম প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিন এবং গর্বাচেভের স্ত্রী রাইসাকেও সমাহিত করা হয়েছে। রাইসা ১৯৯৯ সালে মারা যান।
সোভিয়েত নেতাদের মধ্যে নিকিতা ক্রুশ্চেভকেও এই সিমেট্রিতেই সমাহিত করা হয়; অন্য নেতাদের মধ্যে বেশিরভাগেরই শেষ ঠিকানা হয়েছে রেড স্কয়ারে ক্রেমলিনের দেয়ালের পাশে।
২০০৭ সালে ইয়েলৎসিনের মৃত্যুর পর তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছিল; ভ্লাদিমির পুতিন তার পূর্বসূরীর মৃত্যুতে একদিনের শোকও ঘোষণা করেছিলেন।
গর্বাচেভের শেষকৃত্যে পুতিন যোগ দেবেন কিনা, ক্রেমলিন পরে তা জানাবে বলে তাসকে জানিয়েছেন পেসকভ।
বুধবার পুতিন টেলিগ্রামের মাধ্যমে গর্বাচেভের নিকট আত্মীয়দের কাছে তার সমবেদনা পৌঁছে দিয়েছেন।
সোভিয়েতের সর্বশেষ নেতার মৃত্যুর পর দেওয়া আনুষ্ঠানিক বিবৃতিতে ক্রেমলিন স্নায়ু যুদ্ধের অবসানে ভূমিকা রাখায় গর্বাচেভকে অনন্য সাধারণ বিশ্বনেতা হিসেবে অ্যাখ্যা দিলেও ‘রক্তপিপাসু’ পশ্চিমাদের সঙ্গে সৌহার্দ্য পুনঃপ্রতিষ্ঠার ভবিষ্যৎ নিয়ে তার (গর্বাচেভ) ধারণা ‘অত্যন্ত ভুল ছিল’ বলে মন্তব্য করেছে। সূত্র : রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ