মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আজ বৃহস্পতিবার থেকে রাশিয়ার পূর্বাঞ্চলে সপ্তাহব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু হচ্ছে। চীন, ভারতসহ সাবেক সোভিয়েত ইউনিয়নের কয়েকটি দেশ এতে অংশ নিচ্ছে। ‘ভস্তক ২০২২’ (পূর্ব ২০২২) নামের এই যৌথ মহড়ায় অংশ নিতে চীনা সেনাদের রাশিয়া যাওয়ার ভিডিও প্রকাশ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। গত কয়েক বছরে রাশিয়া ও চীনের সেনারা বেশ কয়েকবার যৌথ মহড়ায় অংশ নিয়েছেন। জাপান সাগর ও পূর্ব চীন সাগরে নৌ মহড়াও করেছে তারা। ভস্তক ২০২২-এ ৫০ হাজারের বেশি সেনা অংশ নেবেন। প্রায় ১৪০টি যুদ্ধবিমান ও ৬০টির মতো যুদ্ধজাহাজ ব্যবহার করা হবে। তবে ২০১৮ সালে শেষবার অনুষ্ঠিত এমন মহড়ায় প্রায় তিন লাখ সেনা অংশ নিয়েছিল। যুদ্ধবিমান ছিল প্রায় এক হাজারটি। আরও ছিল প্রায় ৩৬ হাজার ট্যাঙ্ক। রাশিয়া ও চীনের নৌসেনারা জাপান সাগরের উত্তর ও মধ্যাঞ্চলে মহড়ায় অংশ নেবেন বলে জানিয়েছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ফোমিনা। অপর এক খবরে বলা হয়, রাশিয়ার সঙ্গে ভারতের যৌথ সামরিক মহড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের বিষয়টি নিয়ে ওয়াশিংটনের উদ্বেগের কথা জানান। কারিন জিন-পিয়ের বলেন, ইউক্রেন যুদ্ধ চলাকালে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণের ভারতের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। আগামী ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ‘ভোস্তক ২০২২’ শীর্ষক এই মহড়ার আয়োজন করেছে রাশিয়া। ভারত ছাড়াও চীন, বেলারুশ, মঙ্গোলিয়া, তাজিকিস্তান, সিরিয়া, লাওস ও নিকারাগুয়ার মতো দেশগুলো এতে অংশ নেওয়ার কথা রয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভোস্তক ২০২২ শীর্ষক এই মহড়ায় অর্ধলক্ষাধিক সেনাসদস্য অংশ নেবে। এছাড়া মহড়ায় ১৪০টি বিমান, ৬০টি যুদ্ধজাহাজ এবং পাঁচ হাজার অস্ত্র ইউনিট অংশ নেবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে রাশিয়ার উদ্যোগে আয়োজিত এই মহড়ায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বেইজিং বলছে, যৌথ মহড়ায় অংশ নিতে তারা রাশিয়ায় সেনা পাঠাবে। পূর্ব লাদাখে চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই ভারতীয় সামরিক বাহিনীও এতে যোগ দিচ্ছে। তবে বেইজিং বলছে, এই যৌথ মহড়ায় চীনের অংশগ্রহণের সঙ্গে বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির কোনও সম্পর্ক নেই। খবরে বলা হয়, ভোস্তক ২০২২ সামরিক মহড়ায় ভারতের অংশগ্রহণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট জো বাইডেন পেনসিলভানিয়ায় সফরে যাওয়ার সময় ইউক্রেন যুদ্ধ চলাকালীন রাশিয়ার সঙ্গে যে কোনো দেশের সামরিক মহড়ায় অংশগ্রহণ নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভোস্তক ২০২২ শীর্ষক এই মহড়ায় অর্ধলক্ষাধিক সেনা সদস্য অংশ নেবে। এছাড়া মহড়ায় ১৪০টি বিমান, ৬০টি যুদ্ধজাহাজ এবং পাঁচ হাজার অস্ত্র ইউনিট অংশ নেবে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে রাশিয়ার উদ্যোগে আয়োজিত এই মহড়ায় অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বেইজিং বলছে, যৌথ মহড়ায় অংশ নিতে তারা রাশিয়ায় সেনা পাঠাবে। পূর্ব লাদাখে চীনের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যেই ভারতীয় সামরিক বাহিনীও এতে যোগ দিচ্ছে। তবে বেইজিং বলছে, এই যৌথ মহড়ায় চীনের অংশগ্রহণের সঙ্গে বর্তমান আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতির কোনও সম্পর্ক নেই। এপি, রয়টার্স, এএফপি, ইন্টারফ্যাক্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।