Inqilab Logo

শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ম্যানিলায় ২য় বিমানবন্দর নির্মাণে চুক্তিতে বুর্জ খলিফা নির্মাতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

বছরে ১০ কোটি যাত্রী পরিবহনের লক্ষ্যে ফিলিপাইনের রাজধানী ম্যানিলার দক্ষিণে নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। দুবাইয়ের বুর্জ খলিফা নির্মাণকারী প্রতিষ্ঠান দক্ষিণ কোরিয়ার স্যামসাং সি অ্যান্ড টি ১১ বিলিয়ন ডলারের একটি প্রকল্পে ম্যানিলায় দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের কাজ হাতে নিয়েছে। ফিলিপিনো, জার্মান এবং ব্রিটিশ অংশীদারদের সাথে এ প্রতিষ্ঠান সম্প্রতি একটি সুপার কনসোর্টিয়ামে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) চুক্তির অধীনে ম্যানিলার দক্ষিণে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও পরিচালনার দায়িত্ব পেয়েছে। ‘সাংলে পয়েন্ট’(এসপিএআই) নামে আন্তর্জাতিক এ বিমানবন্দরকে সরকারি ও বেসরকারি অংশীদারিত্বের মেগা প্রকল্প হিসাবে গ্রহণ করা হয়। সাংলে পয়েন্ট আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাভিট বিমানবন্দর নামেও পরিচিত। এটি একক রানওয়ে নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দর (এনএআইএ) এর পরে ম্যানিলার দ্বিতীয় প্রবেশদ্বার হবে। অভ্যন্তরীণ বিমানবন্দর হিসাবে সাংলে পয়েন্টের বাণিজ্যিক কার্যক্রম ২০২০ সালের ১৫ ফেব্রæয়ারি তৎকালীন প্রেসিডেন্ট রড্রিগো দুতার্তে উদ্বোধন করেন। মহামারী-চালিত ভ্রমণ নিষেধাজ্ঞা আসার ঠিক আগ মুহূর্ত থেকে এনএআইএ যানজটের সমস্যার সম্মুখীন হয়, যেখানে ২০১৮ সাল থেকে এটি তার ধারণ ক্ষমতার চেয়ে ১৩০ শতাংশের বেশি কাজ করে। ফলে এ সমস্যার সমাধানকল্পে একের অধিক বিমানবন্দরের প্রয়োজনীয়তা অনুভব করে সরকার। সাংলে পয়েন্ট আন্তর্জাতিক বিমানবন্দর, ম্যানিলার উত্তরে বুলাকান প্রদেশে প্রস্তাবিত সান মিগুয়েল কর্প(এসএমসি) ৭৩৪-বিলিয়ন বিমানবন্দর প্রকল্পের সাথে প্রতিদ্ব›িদ্বতা করবে। গালফ নিউজ।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ