Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বুর্জ খলিফাকে দানবাক্স বানাল দুবাই

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ মে, ২০২০, ১২:০২ এএম

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, দুবাইয়ের ৮২৮ মিটার উচ্চতার বুর্জ খলিফা একটি ঝলমলে দান বাক্সে পরিণত হয়েছে। করোনা মহামারীর ফলে অর্থনৈতিক সংকটে পড়া সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দাদের জন্য খাবারের জন্য অর্থ জোগাড় করতে এখন এটিকে ব্যবহার করা হচ্ছে।

টাওয়ারের বাইরের অংশের ১২ লাখ লাইট প্রতিটি ১০ দিরহাম বা ২ দশমিক ৭ ডলারে বিক্রি হয়েছে যা এক প্যাকেট খাবার কেনার পক্ষে যথেষ্ট। করোনা সংকটে সুবিধাবঞ্চিতদের মধ্যে খাবার সরবরাহের জন্য বুর্জ খলিফার সঙ্গে যৌথভাবে ‘টলেস্ট ডোনেশন বক্স’ অনুদানের বাক্স চালু করেছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। নিম্ন আয়ের মানুষকে খাবার দিতে ১০ দিরহামের বিনিময়ে কেনা বুর্জ খলিফার একটি করে বাতি জ্বালাতে পারবে যে কেউ কিংবা যে কোনও প্রতিষ্ঠান। এর মাধ্যমে একজন করে নিম্ন আয়ের মানুষ খাবার পাচ্ছে। মোট ১২ লাখ মানুষকে খাবার দেওয়ার মহতি লক্ষ্য নিয়ে চলছে কর্মসূচিটি। এর মাধ্যমে পুরো বুর্জ খলিফা আলোকিত হয়ে উঠবে। ফলে যেকোনও দুর্যোগে বৈশ্বিক আশার বাতিঘর হিসেবে সংযুক্ত আরব আমিরাতের মর্যাদা জোরদার করবে।

দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, ‘সংযুক্ত আরব আমিরাত কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াই করছে। এমন পরিস্থিতিতে বুর্জ খলিফার একেকটি বাতি জ্বলে ওঠা মানে ১০ দিরহাম করে অনুদান পাওয়ার বার্তা দেয়া। অসহায় মানুষের জন্য এই উদারতা আশার প্রতিফলনের মতো।’ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে গত ৪ মে এক টুইটে ‘একটি বাতি একটি খাবার’ হ্যাশট্যাগ জুড়ে দিয়েছে দুবাই মিডিয়া অফিস। তারা লিখেছে, ‘বৈশ্বিক দুর্যোগে বুর্জ খলিফার একেকটি বাতি ক্ষতিগ্রস্তদের জীবন আলোকিত করতে সহায়ক হচ্ছে। মানুষ একসঙ্গে থাকলে অসম্ভব হয়ে উঠবে সম্ভব।’ বুর্জ খলিফায় এসব বার্তা প্রদর্শন করা হয়েছে। এর একটি ভিডিও শেয়ার দিয়েছে দুবাই মিডিয়া অফিস।

ইতোমধ্যে শতাধিক দেশের মানুষ ১০ দিরহাম দিয়ে বিশ্বের দীর্ঘতম ভবন বুর্জ খলিফার বহির্ভাগের একটি করে এলইডি বাতি কিনে এই উদ্যোগে শামিল হয়েছে। টলেস্ট ডোনেশন বক্স ডটকমে লগ-ইন করে অনুদান দেয়া যাচ্ছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের অনেক ব্যবসায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। দুবাইয়ের আটলান্টিস রিসোর্টস এ সপ্তাহে ২০ হাজার খাবার বিতরণ করবে বলে কথা দিয়েছে। সূত্র : রয়টার্স।



 

Show all comments
  • সাকা চৌধুরী ১৪ মে, ২০২০, ১:১৯ এএম says : 0
    খুবই ভালো খবর। এভাবেই বিকল্প ভাবে ভাবা উচিত।
    Total Reply(1) Reply
    • Md.Salahuddin ১৪ মে, ২০২০, ১১:২১ এএম says : 0
      Mash Allah better decision for the peuple.
  • কামাল রাহী ১৪ মে, ২০২০, ১:২০ এএম says : 0
    মানুষের বিপদে কাজে লাগানো বলে বড় কথা। এমন সিদ্ধান্ত আসলেই প্রশংসার দাবি রাখে।
    Total Reply(0) Reply
  • মোঃ তোফায়েল হোসেন ১৪ মে, ২০২০, ১:২১ এএম says : 0
    বিলাসি ও অতিরিক্ত ব্যবহার করা জিনিসগুলো করোনাকালে অসহায় মানুষের সহায়তায় ব্যবহার করা যায়।
    Total Reply(0) Reply
  • জোহেব শাহরিয়ার ১৪ মে, ২০২০, ১:২১ এএম says : 0
    দুবাইয়ের এই পদক্ষেপ েথেকে অন্যান্যদের শেখার অনেক কিছু আছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ