Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনোয়ারায় নির্বাচনী সহিংসতায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আনোয়ারা(চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২২, ৫:২০ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় নির্বাচনী সহিংসতায় নিহত ওঁমকার দত্ত (৩৬) হত্যার ঘটনায় মামলায় প্রধান আসামি রঘুনাথ সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রঘুনাথকে গতকাল বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

জানা গেছে, গত ৫ জানুয়ারি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের সিংহরা ৭ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার রঘুনাথ সরকারের লোকজন বর্তমান মেম্বার ধনঞ্জয় বিশ্বাস ভোলার সমর্থক ওঁমকার দত্তকে পিটিয়ে হত্য করে। পরদিন ৬ জানুয়ারি রাতে ওমকারের পিতা বাদী হয়ে রঘুনাথ সরকারসহ চারজনকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ পূর্বে দুইজনসহ এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মোহাম্মদ হাছান বলেন, হত্যামামলায় আসামি রঘুনাথ দীর্ঘদিন ধরে পালিয়ে রয়েছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদে অভিযান চালিয়ে চট্টগ্রাম শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ