Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

আমতলীতে ডাকাতির মূল পরিকল্পনাকারী ডাকাত এবলাশ গ্রেফতার

বরগুনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২২, ৫:১৭ পিএম

বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের আমড়াগাছিয়া গ্রামের নারায়ণ ডাক্তার বাড়িতে ডাকাতির ঘটনায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে আমতলী পৌরসভার খোন্তাকাটার ভাড়া বাসা থেকে ডাকাতির মূল পরিকল্পনাকারী এবলাশ হাওলাদার (৩৫) নামে আরেক ডাকাতকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ। এবলাশ হাওলাদার আমড়াগাছিয়া গ্রামের আঃ মন্নান হাওলাদারের ছেলে। সে ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ডাকাতির সময় জনতার হাতে আটক হওয়া কালাম মৃধা নামে এক ডাকাত গনপিটুনিতে আহত হয়ে বর্তমানে পুলিশ পাহারায় আমতলী হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার স্বীকারোক্তি অনুযায়ী এবলাশকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ওই ডাকাতির ঘটনায় ৩ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, গ্রেফতার হওয়া কালাম মৃধার স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে আমতলী পৌরসভার খোন্তাকাটার ভাড়া বাসা থেকে এবলাশকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্য ডাকাতদেরও গ্রেফতারের জন্য অভিযান চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ