বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অবৈধভাবে পরিচালনা করায়-মিশন জেনারেল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা এবং ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করেছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরে চাঁদনী এলাকায়।
জানা যায়, মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন ডাক্তার সামাদ চৌধুরীর নেতৃত্বে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে পর্যালোচনা করে সঠিক কাগজপত্র না পাওয়ায় ডায়াগনস্টিক সেন্টারে সিলগালাসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এপ্রসঙ্গে সিভিল সার্জন ডাঃ সামাদ চৌধুরী বলেন, মিশন জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রয়োজনীয় কোন কাগজপত্র পাওয়া যায়নি। পরবর্তী কোন নির্দেশনা না পাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্দ থাকবে।
প্রতিষ্ঠানটির মালিক পক্ষ গফুর মিয়া জানান, লাইসেন্স করার জন্য আবেদন করা হয়েছে ।
এদিকে অভিযানের খবর পেয়ে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তালা মেরে পালিয়ে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।