Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুটপাথ দখলমুক্ত করুন

চিঠিপত্র

| প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

চট্টগ্রামের পটিয়া শাহ চান্দ আউলিয়া মাজার গেইট এলাকা থেকে পটিয়া ইন্দ্রপুল এলাকা পর্যন্ত, পটিয়া সবুর রোড, ক্লাব রোড ইত্যাদি এলাকায় দৃষ্টি নন্দিত ফুটপাত নির্মিত হলেও প্রায় জায়গা দোকান মালিকদের দখলে। বিশেষ করে, মুন্সেফ বাজার এলাকায় ফুটপাতের উপরেই দোকানীরা তাদের পসরা সাজিয়ে রাখে। শুধু তাই নয়, কিছু অংশে ফুটপাতের উপর এখনো দোকানের টিনের চাল, বিল্ডিংয়ের শেড এতটাই নিচু যে, সেখান দিয়ে সাড়ে পাঁচ ফুট উচ্চতার কেউ চলতে গেলেও মাথা নিচু করে হেঁটে যেতে হয়, এতে ফুটপাত দিয়ে সাধারণ জনগণের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন, দ্রুত এ সমস্যা থেকে আমাদের মুক্তির ব্যবস্থা করুন।

আসহাবে কাহাফ
পটিয়া, চট্টগ্রাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন