বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বারভিডা (বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স এসোসিয়েশন) নেতৃবৃন্দ আজ (সোমবার) দুপুরে চট্টগ্রাম কাস্টম হাউস এর কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সাথে কাস্টম হাউসে এক বৈঠকে মিলিত হন। বারভিডা প্রেসিডেন্ট মোঃ হাবিব উল্লাহ ডনের নেতৃত্বে প্রতিনিধিদলে এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, ভাইস প্রেসিডেন্টবৃন্দ এবং কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বারভিডা নেতৃবৃন্দ কাস্টম হাউস কমিশনারকে গাড়ি আমদানি প্রক্রিয়ায় কাস্টম হাউস থেকে প্রদত্ত সবধরনের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তারা হাইব্রিড গাড়িগুলো স্বল্পসময়ে ছাড়করণের ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনারকে অনুরোধ জানান। এছাড়াও বিভিন্ন কারণে আমদানিকারকগণ যখন বন্দর থেকে গাড়ি ছাড় করাতে দেরি করেন, তখন ঐ সব গাড়ির নিলাম প্রক্রিয়া যাতে আমদানিকারকদেরকে পর্যাপ্ত সময় দিয়ে জানানো হয় সে অনুরোধও জানান।
কাস্টম হাউস কমিশনার বারভিডার অনুরোধগুলো অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং এগুলি সমাধানের আশ্বাস দেন। উল্লেখ্য, চট্টগ্রাম কাস্টম হাউস বর্তমানে সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস। বারভিডা চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে গাড়ি আমদানি করে সরকারকে প্রতিবছর উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব প্রদান করে আসছে।
সভায় চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার নুরুন্নাহার লিলি এবং তাফসির উদ্দিন ভূইয়া উপস্থিত ছিলেন।
বারভিডা প্রতিনিধিদলে এসোসিয়েশনের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ ইসহাক এবং আলহাজ¦ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। বারভিডার ভাইস প্রেসিডেন্ট মোঃ আসলাম সেরনিয়াবাত, মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি জেনারেল বেলাল উদ্দিন চৌধুরী, ট্রেজারার মোঃ আনিছুর রহমান, জয়েন্ট ট্রেজারার মোঃ সাইফুল আলম, অর্গানাইজিং সেক্রেটারি ডা. হাবিবুর রহমান খান, পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি মোঃ আব্দুল আউয়াল এবং কালচারাল সেক্রেটারি জোবায়ের রহমানও বৈঠকে অংশ নেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।