গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ফেসিলিটিস বিভাগের প্রধান সাবেক ক্রিকেটার আকরাম খানের বাসার পেছন থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই নারী তার বাসার গৃহকর্মী বলে জানা গেছে। তার নাম সাহিদা (২৫)।
রোববার রাত দেড়টার দিকে রাজধানীর ডিওএইচএস এর বাসার পেছন থেকে গৃহকর্মীর লাশ উদ্ধারের এই ঘটনা ঘটে।
এ ঘটনায় কাফরুল থানার এসআই হাসিব জানান, প্রাথমিকভাবে জানা গেছে ওই নারী সাবেক ক্রিকেটার আকরাম খানের বাসায় কাজ করতেন। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি এখনো জানা যায়নি। ঘটনাস্থলে আকরাম খান সহ অন্যান্যরা রয়েছেন।
তিনি আরো জানান, লাশ উদ্ধারের পর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।