Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিধায়কদের কিনতে বিজেপির খরচ সাড়ে ৫ হাজার কোটি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

ভারতের আম আদমি পার্টির নেতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘২৭৭ জন বিধায়ক অন্যান্য দলের টিকিট নিয়ে ভোটে জিতে বিজেপিতে যোগ দিয়েছেন। অর্থাৎ, বিজেপি এখনও পর্যন্ত ২৭৭ জন বিধায়ককে কিনেছে। এখন যদি তারা ২০ কোটি রুপি দিয়ে প্রতিটি বিধায়ককে কিনে থাকে তাহলে বিজেপি এখন পর্যন্ত সাড়ে পাঁচ হাজার কোটি রুপির বিধায়ক কিনেছে।’ অরবিন্দ কেজরিওয়াল বলেন, বিজেপির এই ঘোড়া কেনা-বেচার কারণেই মুদ্রাস্ফীতি বেড়েছে। আম আদমি পার্টির দাবি, বিজেপি সাধারণ মানুষের রুপি দিয়ে বিধায়ক কিনেছে। সেই বিধায়কদের কেনার অর্থ এখন সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে। ফলে মুদ্রাস্ফীতি বাড়ছে। মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আম আদমি পার্টির দাবি, ভারতজুড়ে বিজেপি তাদের অপারেশন লোটাস চালিয়ে যাচ্ছে। স¤প্রতি তারা মহারাষ্ট্র সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। এখন তারা ঝাড়খন্ডেরর দিকে নজর দিয়েছে। কেজরিওয়ালের ভাষায়, ‘এখন আবার তাদের চোখ দিল্লিতে। তারা দিল্লিতে আপ সরকারের পতনের বৃহত্তর ষড়যন্ত্র করেছে।’ বিজেপির পরিকল্পনা বুঝতে পেরে দিল্লির আপ নেতৃত্ব সতর্ক পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তার বাসভবনে দলীয় বিধায়কদের বৈঠক ডেকেছেন। সেখানে হাজির হননি সাত জন। বাকিরা সবাই উপস্থিত ছিলেন। ইতোমধ্যেই জল্পনা শুরু হয়েছে যে, ৪০ জন আপ বিধায়ক বিজেপির টার্গেটে রয়েছেন। জি নিউজ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ