মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
খোদ মুখ্যমন্ত্রীর মেয়ে প্রতারিত হলেন। ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মেয়ে গতকাল গত ৭ ফেব্রুয়ারি অনলাইনে পুরনো সোফাসেট বিক্রি করতে গিয়ে নিজেই ৩৪ হাজার টাকা খোয়ালেন। দিল্লি পুলিশ জানিয়েছে, সিভিল লাইনস পুলিশ স্টেশনে এ সংক্রান্ত একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে।
বার্তা সংস্থা এএনআইকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, সাজিদ, কপিল ও মানবেন্দ্র নামে ওই তিন অভিযুক্ত কেজরিওয়ালের মেয়ের টাকা হাতিয়ে নিয়েছিল। তাদের গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত এখনো পলাতক, তিনি মূলত ই-কমার্স সাইটে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে ক্রেতা সেজে মানুষের সঙ্গে প্রতারণা করেন।
পুলিশ বলছে, কেজরিওয়ালের মেয়ে একটি সোফা বিক্রির বিজ্ঞাপন দিলে অভিযুক্তদের একজন নিজেকে ক্রেতা পরিচয় দিয়ে তার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠান। এরপর কেজরিওয়ালের মেয়েকে একটি বারকোড পাঠিয়ে সেটি মোবাইলে স্ক্যান করতে বলেন। কিন্তু বারকোডটি স্ক্যান করার সঙ্গে সঙ্গে তার অ্যাকাউন্ট থেকে দুই ধাপে ২০ হাজার ও ১৪ হাজার রুপি ট্রান্সফার হয়ে যায়। সূত্র: এনডিটিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।