Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় বিপুল সংখ্যক সরকারি সীলমোহর সহ প্রতারক গ্রেফতার

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ৪:২০ পিএম

খুলনায় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন সরকারি অফিসের বিপুল সংখ্যক ভূয়া সীলমোহর সহ এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। এ সময় তার কাছ থেকে জালিয়াতি কাজে ব্যবহৃত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ২৯ টি নকল সীলমোহর, ভূয়া প্রত্যয়ন পত্র ২ পাতা, নকল ওয়ারিশ কায়েম সনদ ৯ পাতা, ভূমি অফিসের পর্চা-খতিয়ান ২২ পাতা, নকল সীলমোহর ১ পাতা ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রিপন বিশ্বাস(৩১) খুলনা জেলার তেরখাদার বাসিন্দা। ২৭ জুলাই দিনগত রাত আনুমানিক পৌঁণে ২টার দিকে তেরখাদার ভুজনিয়া এলাকা তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে খুলনার তেরখাদা থানা এলাকায় কতিপয় ব্যক্তি বিভিন্ন লোকজনের নিকট টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদ ও সীলমোহর তৈরী করে প্রতারনার মাধ্যমে জাল-জালিয়াতি করে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নেয়। এ তথ্যের ভিত্তিতে একটি আভিযানিক দল প্রতারক চক্রকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং অভিযান পরিচালনা করে। তারই ধারাবাহিকতায় ২৭ জুলাই দিনগত রাত আনুমানিক পৌঁণে ২টার দিকে র‌্যাব-৬ (স্পেশাল কোম্পানি) তেরখাদার ভুজনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে রিপন নামে এক প্রতারককে গ্রেপ্তার করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ