Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনীয়রা ভাল, কিন্তু তাদের সরকার খারাপ: লুকাশেঙ্কো

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২২, ৮:০৬ পিএম

বেলারুশিয়ান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো শুক্রবার বলেছেন, ইউক্রেনের জনসংখ্যার সিংহভাগই চরমপন্থী জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি পোষণ করে না। এটি করে কিয়েভের নেতৃত্ব যা নাৎসিবাদের সমতূল্য।

‘আমার জন্য, ইউক্রেনীয়দের প্রতি আমার খুব ভালো মনোভাব আছে, তাদের সম্পর্কে খারাপ কিছু নেই... তারা মোটেও নাৎসি নয়,’ বেলটিএ এজেন্সি তাকে উদ্ধৃত করে বলেছে, ‘নাৎসিরা তারাই যারা ক্রমানুসারের শীর্ষে রয়েছে, যারা ধূমপান করে, মদ্যপান করে, নাক ডাকে এবং তারপর টিভি বা ইন্টারনেটে অনেক বাজে কথা বলে। প্রকৃতপক্ষে, সাধারণ লোকেরা ভাল মানুষ, তারা আমাদের মতো একই ধরনের মানুষ।’

সে কারণেই, তার কথায়, তিনি ইউক্রেনীয় জনগণকে স্বাধীনতা দিবসে অভিনন্দন জানানো প্রয়োজন বলে মনে করেন এবং ইউক্রেনীয় রাজনীতিবিদদের প্রতিক্রিয়া বেশ অদ্ভুত বলে মনে করেন। ‘কেউ কেউ ক্ষুব্ধ ছিল, কিন্তু আমি সেদিকে কোন মনোযোগ দেইনি,’ লুকাশেঙ্কো বলেছেন।

তিনি উল্লেখ করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৩০০ কোটি ডলারের আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ‘যাতে ইউক্রেনীয়রা মারা যেতে পারে’। সূত্র: তাস।

 



 

Show all comments
  • jack ali ২৬ আগস্ট, ২০২২, ৯:৫৪ পিএম says : 0
    তুমি কি তুমি তো সবচেয়ে বড় একটা সবচেয়ে বড় একটা ইবলিশ আল্লাহ যেন তোমাকে ধ্বংস করে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ