Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বহু মানুষের হৃদয়ে মুগ্ধতা ছড়িয়ে রেখেছেন ডায়ানা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

২৫ বছর আগে মাত্র ৩৬ বছর বয়সে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন প্রিন্সেস ডায়না। সিকি শতাব্দি পরও ব্রিটিশ রাজপরিবারের এই সাবেক বধ‚র গল্প এখনও বহু মানুষের হৃদয়ে মুগ্ধতা ছড়িয়ে রেখেছে। ১৯৯৭ সালের ৩১ আগস্ট প্রেমিক দোদি আল-ফায়েদের লিমুজিনে করে প্যারিস যাচ্ছিলেন ডায়ানা। মোটরবাইকে পাপারাজ্জি ফটোগ্রাফাররা তাড়া শুরু করলে ডায়ানাকে বহনকারী লিমুজিনটি দ্রæতগতিতে যাওয়ার সময় প্যারিসের পন্ট দে ল’আলমা টানেলে দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই মারা যান দোদি ও ডায়ানা। ডায়ানার মৃত্যু ব্রিটিশ রাজপরিবারকে সঙ্কটে ফেরে দিয়েছিল। ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লসের সঙ্গে বিয়ের পর তাকে রাজপরিবারের যে শত্রæতা, স্বামীর ব্যভিচার এবং রাজপরিবারের যে নীরব ভ‚মিকা তা আবার প্রকাশ্যে চলে আসে। তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি বেøয়ার প্রিন্সেস ডায়ানাকে ‘জনগণের রাজকুমারী’ আখ্যা দিয়েছিলেন। বিশ্বের সবচেয়ে সুপরিচিত এই নারীর মৃত্যুতে সেদিন শোক পালন করেছিল লাখ লাখ মানুষ। মৃত্যুর ২৫ বছর পরও ডায়ানার আকর্ষণ মানুষের কাছে খুব একটা কমেনি। চার্লস এবং ডায়ানার বিবাহের অশান্ত পরিণতি নিয়ে একটি ‘স্পেন্সার’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়েছিল। অস্কার-মনোনীত পরিচালক এড পারকিন্স ‘দ্য প্রিন্সেস’ নামে একটি তথ্যচিত্রও নির্মাণ করেছিলেন। তবে নেটিফ্লিক্সে স¤প্রতি ‘দ্য ক্রাউন’ নামে যে সিরিজ প্রচারিত হচ্ছে তা ডায়ানাকে কেন্দ্র করেই। তাকে নিয়ে অসংখ্য বই ও সংবাদপত্রে অগণিত নিবন্ধ প্রকাশ এবং অসংখ্য টিভি প্রোগ্রাম নির্মাণ ও প্রচার হয়েছে। ১৯৯৫ সালে তাকে নিয়ে বিবিসির একটি বিতর্কিত সাক্ষাৎকারও চলতি বছর আলোচনার বিষয়বস্তু ছিল। এছাড়া ‘ডায়ানা, দ্য মিউজিক্যাল’ নামের একটি ব্রডওয়ে একটি ব্রডওয়ে শো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ১৯৯২ সালে প্রথম ডায়নার জীবনী লিখেছিলেন অ্যান্ড্রু মর্টন। এই বইটিতেই প্রথম ডায়ানার বিবাহিত জীবনে দূরত্বের বিষয়টি প্রকাশ পায়। মর্টন বলেন, ‘ডায়ানার এখনও প্রভাব রয়েছে, এখনও তাকে নিয়ে প্রামাণ্যচিত্র তৈরি হচ্ছে, তার সম্পর্কে গল্প লেখা হয়েছে, মানুষ এখনও এই নারীর প্রতি আগ্রহী।’ গার্ডিয়ান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডায়ানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ