Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিন্সেস ডায়ানার ভূমিকা নিয়ে ক্রিস্টেন স্টুয়ার্ট

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৪ অক্টোবর, ২০২০, ১২:০২ এএম

অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট পাবলো লারেইনের পরিচালনায় আসন্ন একটি বায়োপিকে প্রিন্সেস ডায়ানার ভূমিকায় অভিনয় করবেন। অভিনেত্রী মনে করেন, এটি একটি চ্যলেঞ্জিং ভূমিকা আর তিনি ভয় পাচ্ছেন উচ্চারণভঙ্গি সঠিকভাবে অনুসরণ করতে পারবেন কীনা। ‘স্পেন্সার’ নামের চলচ্চিত্রটি ডায়ানার জীবনের সেই অংশের কাহিনী যখন তিনি রাজ পরিবারের সঙ্গে অবকাশ কাটাবার এক পর্যায়ে প্রিন্স চার্লসকে ছেড়ে যাবার সিদ্ধান্ত নেন। ইনস্টাইল সাময়িকীকে এক সাক্ষাতকারে স্টুয়ার্ট (৩০) বলেন, “উচ্চারণভঙ্গী অনুসরণ করা ভীতিকর কারণ সবাই তার কথা বলার ভঙ্গি সম্পর্কে অবহিত, খুব স্পষ্ট আর পরিচিত। আমি উচ্চারণ নিয়ে কাজ করছি, ডায়লেক্ট প্রশিক্ষক নিয়োগ করেছি। আমি তার দুটি জীবনী পড়ে শেষ করেছি। কাজ শুরু করার আগে সব গবেষণা শেষ করব।” “এটি আধুনিক কালে সবচেয়ে দুঃখজনক কাহিনীর একটি, আমি শুধু ডায়ানার ভূমিকায় অভিনয়ই করতে চাই না, আমি তার সত্য প্রকাশ করতে চাই। নেক দিন ধরে আমি এমন রোমাঞ্চকর কাজ পাইনি,” তিনি আরও বলেন। ডায়ানা সম্পর্কে স্টুয়ার্ট বলেন : “আমি সব সময় ভেবে এসেছি, এই মানুষটিকে আমাদের কাছ থেকে কেড়ে নেয় হয়েছে। সবসময় তার ব্যাপারে আমার কৌতূহল ছিল। প্রতিদিন তার সম্পর্কে জানছি আর আবেগে আক্রান্ত হচ্ছি।” লারেইন এর আগে ‘জ্যাকি’, ‘এমা’ এবং ‘নেরুদা’ চলচ্চিত্রগুলো পরিচালনা করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডায়ানা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ