Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে কয়েক মাসে ভারী বর্ষণে ৯ শতাধিক নিহত

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২২, ৫:৪১ পিএম

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো গতকাল (বুধবার) জানিয়েছে, গত জুন মাসের মাঝামাঝি থেকে পাকিস্তানে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট দুর্যোগে ৯০৩ জন মারা গেছে এবং প্রায় ১,৩০০ জন আহত হয়েছে।

ব্যুরো প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সেদেশের দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশে সবচেয়ে গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। গত ১৪ জুন থেকে এই প্রদেশে ভারী বৃষ্টিতে ২৯৩ জন নিহত হয়েছে।

তা ছাড়া, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তানে ২৩০ জন, উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ১৬৯ জন, পূর্বাঞ্চলের পাঞ্জাব প্রদেশে ১৬৪ জন এবং অন্য এলাকায় ৪৭ জন নিহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারী বৃষ্টিপাতের কারণে পাকিস্তানে ৪.৯৫ লাখের বেশি ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি অনেক সড়ক ও সেতু ধ্বংস হয়েছে। সূত্র: সিআরআই।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ