পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
বন্যা দুর্গতদের পুনর্বাসন ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের তহবিলের জন্য আন্তর্জাতিক সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। পাকিস্তানজুড়ে ব্যাপক বন্যায় জুলাই থেকে এ পর্যন্ত অন্তত ৮৩০ জনের মৃত্যু হয়েছে এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যা দুর্গতদের পুনর্বাসন ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের তহবিলের জন্য আন্তর্জাতিক সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার, জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন অনলাইন। মঙ্গলবার পাকিস্তানের বন্যা পরিস্থিতি নিয়ে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) জরুরি ব্রিফিং চলাকালে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা। বন্যার ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও সংকটের মাত্রা সম্পর্কে উন্নয়ন সহযোগি ও দাতাদের অবহিত করার জন্য এ ব্রিফিং এর আয়োজন করা হয়। চলতি বর্ষা মওসুমে নজিরবিহীন বৃষ্টির কারণে পাকিস্তানে প্রায় সবগুলো প্রদেশেই বন্যা দেখা দেয়। বন্যার পাশাপাশি ভূমিধস ও হড়কা বানেও বহু প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়। বন্যা দুর্গতদের পুনর্বাসন ও অবকাঠামো মেরামতে শত শত কোটি ডলার প্রয়োজন হওয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশের জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় শরিফ জানান, বন্যা দুর্গতদের ত্রাণে ৮ হাজার কোটি রুপি এবং তাদের পুনর্বাসনে আরও কয়েকশ কোটি রুপি দরকার। প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু হওয়া প্রতি জনের পরিবারকে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ২৫ হাজার রুপি করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। দেশটির পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবালের সভাপতিত্বে হওয়া এনডিএমএ-র বৈঠকে জানানো হয়, বন্যায় ৮৩০ জনের মৃত্যু, অন্তত এক হাজার ৩৪৮ জন আহত ও কয়েক হাজার লোক গৃহহীন হয়েছে। ডন অনলাইন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।