Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ফুলপুরে মহিলা মাদ্রাসায় আগুন, কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতাঃ | প্রকাশের সময় : ১২ অক্টোবর, ২০২১, ৭:৫৫ পিএম

ময়মনসিংহের ফুলপুর পৌর শহরের তালতলাস্থ জামিয়াতুল হুমাইরা (রা.) লিল বানাত নামে মহিলা মাদ্রাসার বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অফিস কক্ষের অফিসিয়াল কাগজপত্রসহ মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। মাদ্রাসার মুহতামিম মাওলানা ইয়াহইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, আগুনের শিখা উপরে উঠে গেলে আমরা টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ আগুনের উৎপত্তি হয়েছে।

মাদ্রাসার সদরুল মুহতামিম শায়খুল হাদীস হাফেজ মাওলানা মুজিবুর রহমান বলেন, আগুনটা অফিসকক্ষে লেগেছে। এতে অফিসের কম্পিউটার, অফিসিয়াল কাগজপত্র, কিতাবাদি ও অনেক গুরুত্বপূর্ণ মালামালসহ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মাদ্রাসার কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক হাফেজ মাহমুদুল হাসান বলেন, আল্লাহ বাঁচাইছে, আগুনটা পুরো মাদ্রাসায় ছড়ায়নি। তাছাড়া মাদ্রাসাটি বন্ধ ছিল। ছাত্রীরা সব ছুটিতে ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভবনে আগুন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ