Inqilab Logo

রোববার, ০৭ জুলাই ২০২৪, ২৩ আষাঢ় ১৪৩১, ৩০ যিলহজ ১৪৪৫ হিজরী

সরিষাবাড়ীতে প্রতারণার অভিযোগে ভুয়া মেজর গ্রেফতার

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ৫:১৩ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে মেজর, পুলিশ ও গোয়েন্দা সংস্থার ভুয়া অফিসার পরিচয়ে প্রতারণার অভিযোগে লিটন মিয়া (৩৫) নামের প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৪ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এব্যাপারে পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। প্রতারক লিটন সরিষাবাড়ী পৌরসভার বাউসি বাঙালিপাড়া গ্রামের সোহরাব আলীর ছেলে। পুলিশ জানায়, প্রতারক লিটন মিয়া দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশ, ডিবি, সেনাবাহিনীর কর্ণেল, মেজর, এনএসআই, ডিজিএফআই ও দুদকের উর্ধতন কর্মকর্তা পরিচয় দিয়ে আসছিলো। ভুয়া পরিচয়ে উপজেলার চেয়ারম্যান-মেম্বার, মেয়র-কাউন্সিল, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাসহ অনেকের কাছ থেকে ভয়ভীতিসহ নানা কৌশলে অর্থ হাতিয়ে নিতো। এসব ঘটনায় মঙ্গলবার থানায় একটি সাধারণ ডায়ের করা হয়। পরে ওইদিন রাতে সরিষাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে পুলিশ প্রতারক লিটনকে গ্রেফতার করে। সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, প্রতারক লিটন মিয়া ভুয়া পরিচয়ে অনেক অর্থ হাতিয়ে নিয়েছে। তাকে গ্রেফতার ও মামলা দায়েরের পর বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ