বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সুন্দরবনসংলগ্ন সোনাতলা গ্রাম থেকে বিশাল এক অজগর উদ্ধার করেছে ওয়াইল্ড টিমের সদস্যরা। বুধবার (২৪ আগস্ট) সকাল ৬টার দিকে ওই কৃষক বিল্লাল খানের বাড়ির হাঁসের খোপ থেকে উদ্ধার হয় অজগরটি।
ওয়াইল্ড টিমের শরণখোলা মাঠ সমন্বয়কারী মো. আলম হাওলাদার বলেন, সকালে গৃহকর্তা বিল্লাল খান তাকে মোবাইল ফোনে তাদের হাঁসের খোপে অজগর প্রবেশের খবর দেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গে সহকর্মীদের নিয়ে ওই বাড়িতে গিয়ে অজগরটি উদ্ধার করি। ১১ ফুট লম্বা এবং প্রায় ২০ কেজি ওজনের অজগরটি তিনটি হাঁস খেয়ে নড়াচড়া করতে পারছিল না। পরে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয় অজগরটি।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান বলেন, খাবেরর খোঁজে সুন্দরবন থেকে অজগর সাপটি লোকালয়ে ঢুকে পড়ে বলে ধারণা করা হচ্ছে। সকাল ১০টার দিকে রেঞ্জ অফিসংলগ্ন বনে অজগরটি অবমুক্ত করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।