গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর ফার্মগেটে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো ফার্মভিউ হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের। মঙ্গলবার (২৩ আগস্ট) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ড. মো. আকরাম উল্লাহ সিকদার ও চেয়ারম্যান প্রফেসর ড. সেলিমুর রহমান।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এই হসপিটাল আপামর জনসাধারণের স্বল্পমূল্যে চিকিৎসাসেবা প্রদানের জন্য অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি আশা রাখি।
তিনি বলেন, অনেক দিক থেকে ফার্মগেট এলাকা রাজধানীর একটি গুরুত্বপূর্ণ এলাকা। এমন এলাকায় বহুতল বিশিষ্ট নির্মিতব্য এই অত্যাধুনিক হাসপাতাল দ্বারা সাধারণ মানুষ উপকৃত হলে এই এলাকার মানুষের স্বপ্ন পূরণ হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।