Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মধ্যবিত্তের মাথায় হাত

উম্মে জান্নাত মিম | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নতুন কথা নয়। প্রায় সারাবছরই মূল্যবৃদ্ধির আঁচে সাধারণ মানুষের ভোগান্তি লেগেই থাকে। প্রান্তিক মানুষের কথা বাদই থাকুক, বর্তমান বাজার পরিস্থিতিতে মধ্যবিত্ত পরিবারেও নুন আনতে পান্তা ফুরানোর মতো অবস্থা। বাজারে গিয়ে পছন্দের জিনিস কেনা তো দূরের কথা, একান্ত প্রয়োজনীয় দ্রব্যটি কিনতেও হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত পরিবারের কর্তাব্যক্তিরা। নি¤œ আয়ের মানুষের অবস্থা আরও করুণ। তাদের পক্ষে এখন কোনোমতে দু’বেলা খেয়ে বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। এদিকে মধ্যবিত্তরা আত্মসম্মানের ভয়ে কারও কাছে চাইতেও পারে না, অন্যদিকে সংসারও ঠিক মতো সামাল দিতে না পেরে মানসিক অশান্তিতে ভুগছে অনেকে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণ দেখিয়ে দফায় দফায় দাম বাড়ানোর এক প্রতিযোগিতা লক্ষণীয় প্রতিটি ক্ষেত্রে। কিন্তু এর সাথে তাল মিলিয়ে বাড়ছে না মানুষের আয়। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পরিবহনে অহেতুক দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বাস্তবতা দেখার যেন কেউ নেই। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে কিন্তু এর বাস্তবিক কোনো প্রয়োগ নেই দেশে। এমন পরিস্থিতিতে নিয়মিত বাজার তদারকি না করলে এবং কালোবাজারি, সিন্ডিকেট রোধ না করলে মধ্যবিত্তরা আরও দুর্ভোগে পড়বে।

শিক্ষার্থী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন