Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোবিন্দগঞ্জে কলেজ ছাত্রী অপহরণের ৩ দিন পর উদ্ধার,গ্রেফতার-১

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২২, ৬:৪০ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কলেজছাত্রী (১৬) অপহরণের ৩ দিন পর উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বাগদা বাজার এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার করা হয়।

মেয়েটি গোবিন্দগঞ্জ শামীম এন্ড শাকিল কারিগরি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বুলবুল আহম্মেদ জানান, মেয়েটিকে উদ্ধারের পর গাইবান্ধা আধুনিক হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রেরন করা হয়েছে।

এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে সাতজনকে আসামী করে থানায় মামলা করেছেন। এর মধ্যে যমুনা পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মামলায় প্রধান অভিযুক্ত উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বোগদহ কলোনী এলাকার আব্দুল লতিফের ছেলে মোশারফ হোসেনসহ (২৫) আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এদিকে, অপহৃত ছাত্রীর বাবা জানান, শনিবার সকালে মেয়েটি বাড়ি থেকে সিএনজি চালিত অটোরিকশায় কলেজে যাচ্ছিল। পথে কাটামোড়ে পৌঁছিলে ৩-৪ জনের সংঘবদ্ধ সিএনজি’র গতিরোধ করে। এ সময় তারা ছাত্রীকে তুলে নিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেফতার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ