মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মাজারে ভূমিধস
ইনকিলাব ডেস্ক : ইরাকের মধ্যাঞ্চলীয় প্রদেশ কারবালায় একটি মাজারে ভূমিধসে অন্তত চার জন নিহত হয়েছে। শনিবার ভূমিধসে মাজারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে রোববার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। কাতারাত আল-ইমাম আলী মাজারটি কারবালা শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে পশ্চিম মরুভূমির ভেতরে অবস্থিত। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে ছয় জনকে জীবিত উদ্ধার করেছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকায় উদ্ধারকাজ অব্যাহত রাখা হয়েছে। রয়টার্স।
দুই বছর পর
ইনকিলাব ডেস্ক : ফিলিপাইনজুড়ে কয়েক মিলিয়ন শিক্ষার্থী সোমবার থেকে ক্লাসে ফিরলো। করোনা মহামারির কারণে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি দিন স্কুল বন্ধ ছিল দেশটিতে। সোমবার থেকে খুলে দেওয়া হয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। দুই বছরের বেশি সময় পর দেশটির অর্ধেকের বেশি স্কুলে ক্লাস শুরু হলো শিক্ষার্থীদের স্বশরীরে উপস্থিতিতে। এতদিন অনলাইনের মাধ্যমে চলছিল পড়াশোনা। যেসব দেশে সর্বশেষ মুখোমুখি ক্লাস চালু হয়েছে ফিলিপাইন তাদের মধ্যে একটি। তবে শিক্ষাবিদরা বলছেন, দীর্ঘদিন সরাসরি ক্লাস না হওয়ায় শিক্ষার সংকটকে আরও বাড়িয়ে তুলেছে করোনা। দেশটির ২৪ হাজারের মতো অথবা তার অর্ধেক সরকারি স্কুলে সপ্তাহে পাঁচদিন শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত থাকবে। বিবিসি।
ফেরাতে চাচ্ছেন
ইনকিলাব ডেস্ক : শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপাকসেকে দেশে ফেরাতে চাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। এজন্য তিনি গোতাবায়ার সাথে কয়েক দফা যোগাযোগও করেছেন। সম্প্রতি এক বৈঠকে শ্রীলঙ্কা পডুজানা পেরামুনার (এসএলপিপি) জাতীয় সংগঠক এবং গোতাবায়ের ছোট ভাই বাসিল রাজাপাকসে প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে এই অনুরোধ জানান। বিক্ষোভের মুখে গত মাসে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন গোতাবায়ে রাজাপাকসে। হাজার হাজার বিক্ষোভকারী তার বাসভবন ও কার্যালয়ে হামলা চালান। এরপর ই-মেইলে পদত্যাগ করেন তিনি। তবে যত জল্পনা কল্পনাই হোক, ২৪ আগস্টের আগে দেশে ফিরতে পারবেন না গোতাবায়ে রাজাপাকসে। তার দেশে ফেরার তারিখ এখনো নিশ্চিত করা হয়নি। ডেইলি মিরর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।