মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
করোনাভাইরাস শনাক্ত হয়েছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার। এ কারণে কিশিদাকে তার পূর্ব নির্ধারিত তিউনিসিয়া সফর বাতিল করতে হয়েছে। সেখানে আফ্রিকার উন্নয়ন বিষয়ক এক সম্মেলনে অংশগ্রহণের কথা ছিল তার। রবিবার (২১ আগস্ট) জাপান প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।
মন্ত্রিসভার একজন মুখপাত্র জানিয়েছেন, শনিবার প্রধানমন্ত্রীর সর্দি ও জ্বর দেখা দিয়েছে। রবিবার সকালে পিসিআর পরীক্ষায় তার কোভিড শনাক্ত হয়।
সম্প্রতি সপ্তাহখানেকের ছুটি কাটান ফুমিও কিশিদা। বর্তমানে সরকারি বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র জানিয়েছে, সোমবার (২২ আগস্ট) থেকে প্রধানমন্ত্রী বাসা থেকে কাজ করবেন।
টোকিও ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আফ্রিকান ডেভেলপমেন্ট (টিআইসিএডি)-এর সম্মেলনেও ভার্চুয়ালি অংশ নেবেন তিনি।
সম্প্রতি জাপানে নতুন করে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে। কোভিড মহামারিতে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটির ব্যবসায়িক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দেশটিতে করোনা মৃত্যুর হার অপেক্ষাকৃত কম। সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।