মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক পি এস ইয়াদাপিদিত্য ঘোষণা করেছিলেন যে, চলতি বছরের মে মাস থেকে হিজাব ছাড়া শ্রেণিকক্ষে না এলে টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট দেওয়া হবে। এই ঘোষণার পর ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি ও সরকার পোষিত কলেজগুলোর দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম সেমেস্টারের মুসলিম ছাত্রীদের মধ্যে ১৬ শতাংশ টিসি সংগ্রহ করেছে। আরটিআইয়ে পাওয়া তথ্য মোতাবেক, ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের উদুপি ও দক্ষিণ কান্নাড়া জেলার সরকারি, সরকারপোষিত কলেজগুলিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ৯০০ মুসলিম ছাত্রী বিভিন্ন কোর্সে ভর্তি হয়েছিল, এদের মধ্যে ১৪৫ জনই ট্রান্সফার সার্টিফিকেট নিয়েছে। যে কলেজে হিজাব নিষিদ্ধ নয়, সেখানে অনেকে ভর্তি হয়েছে এবং অনেকে পড়াশোনার সুযোগ না পেয়ে উচ্চশিক্ষায় ইতি টেনেছে। ম্যাঙ্গালোর বিশ্ববিদ্যালয়ের ১০টি সরকারি, সরকারপোষিত ও কনস্টিটিউয়েন্ট কলেজ রয়েছে। সরকার পোষিত কলেজের তুলনায় সরকারি কলেজ থেকে বেশি সংখ্যক মুসলিম ছাত্রী ট্রান্সফার সার্টিফিকেট সংগ্রহ করেছে। এই হার যথাক্রমে ৮ শতাংশ ও ৩৪ শতাংশ। দক্ষিণ কান্নাড়া ও উদুপি জেলায় মোট ৩৯টি সরকারি ও ৩৬টি সরকারপোষিত কলেজ রয়েছে। দক্ষিণ কান্নাড়া জেলার তুলনায় আবার উদুপির মুসলিম ছাত্রীদের মধ্যে টিসি নেওয়ার প্রবণতা সামান্য বেশি, তা যথাক্রমে ১৩ শতাংশ ও ১৪ শতাংশ। ড. পি দয়ানন্দ পাই-পি সতীশ পাই গভর্নমেন্ট ফার্স্ট গ্রেড কলেজ হল দক্ষিণ কান্নাড়ার এক সরকারপোষিত কলেজ। এই কলেজ থেকে সবচেয়ে বেশি টিসি নিয়েছে মুসলিম ছাত্রীরা। এখানকার ৫১ জন মুসলিম ছাত্রীর মধ্যে ট্রান্সফার সার্টিফিকেট সংগ্রহ করেছে প্রায় ৩৫ জন। হালিয়ানগাড়ি গভর্নমেন্ট ফার্স্ট গ্রেড কলেজের ২০ জন ছাত্রী প্রথম, তৃতীয় ও চতুর্থ সেমেস্টারে ক্লাস করার পর টিসি নিয়ে চলে গেছে। এই কলেজের অধ্যক্ষ শ্রীধর বলেন, ‘পড়ুয়ারা তার আবেদনে সাড়া দেননি। এমনকী অনেকে টিসিও নেয়নি।’ হিজাব বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল আজ্জারকাদের গভর্নমেন্ট ফার্স্ট গ্রেড কলেজ। এখানকার ৯ জন মুসলিম ছাত্রী ট্রান্সফার সার্টিফিকেট নিয়েছে। সরকারপোষিত কলেজগুলির মধ্যে উজিরের এসডিএম কলেজ (১১) ও কুন্দাপুরের ভাÐারকর কলেজ (১৩) থেকে সবচেয়ে বেশি টিসি সংগ্রহ করেছে মুসলিম ছাত্রীরা। এখন প্রশ্ন হল, ট্রান্সফার সার্টিফিকেট নেওয়ার পর এই ছাত্রীরা কী করছে? ম্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হওয়া ‘গার্লস কনফারেন্সে’ হিবা শেখ জানান, ‘অন্য কলেজে ভর্তি হওয়ার আশা আমার।’ কারস্ট্রিটের এক সরকারি কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষে পড়ছিলেন হিবা। তখনই তিনি সেখান থেকে টিসি নেন। পুবের কলম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।