মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসরাইল জর্দান নদীর পশ্চিম তীরে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ফিলিস্তিনিদের ৫০টি স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ। এর ফলে ২৮টি শিশুসহ ৫৫ জন ফিলিস্তিনি বাস্তুহারা হয়েছেন।
জাতিসঙ্ঘের মানবিক ত্রাণ বিষয়ক সমন্বয়কারীর দফতর (ওসিএইচএ) শনিবার এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলেছে, পূর্ব জেরুজালেম আল-কুদস ও ‘সি’ এলাকায় এসব স্থাপনা ধ্বংস করা হয়। গত ২ থেকে ১৫ আগস্টের মধ্যে এসব ঘরবাড়ি ভেঙে ফেলা হয় এবং এর ফলে ২২০ ফিলিস্তিনির জীবিকা বন্ধ হয়ে গেছে।
এসব ভবন ভেঙে ফেলার কারণ হিসেবে তেল আবিব দাবি করছে, ইসরাইলের কাছ থেকে ভবন নির্মাণের অনুমতিপত্র না দিয়ে এসব ভবন নির্মাণ করা হয়েছিল। তবে বাস্তবতা হচ্ছে, তেল আবিবের কাছ থেকে এই অনুমতিপত্র আদায় করা একজন ফিলিস্তিনির পক্ষে প্রায় অসম্ভব।
ইসরাইল ১৯৬৭ সালের যুদ্ধে পূর্ব জেরুজালেম আল-কুদস’সহ গোটা পশ্চিম তীর দখল করে নেয়। এখন ফিলিস্তিনি এই ভূখণ্ডের স্বঘোষিত মালিক বনে গেছে ইসরাইল। গত কয়েক দশকে এই দখলীকৃত ভূখণ্ডে শত শত অবৈধ বসতি নির্মাণ করে সেখানে বিশ্বের বিভিন্ন স্থান থেকে ধরে আনা হাজার হাজার শরণার্থীকে থাকতে দেয়া হয়েছে। সূত্র : পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।