Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জিরকন ক্ষেপণান্ত্রের ব্যাপক উৎপাদন শুরু করেছে রাশিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২২, ১২:২৪ পিএম

অত্যাধুনিক জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের ব্যাপক উৎপাদন শুরু করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং এ বছরই এটি সেনাবাহিনীকে দেয়া হবে। শনিবার এ তথ্য জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু।

আর্মি-২০২২ ফোরামের সময় রসিয়া-১ চ্যানেলের সাথে দেয়া একটি সাক্ষাতকারে শোইগু বলেন, ‘আমরা জিরকন ক্ষেপণাস্ত্রের ধারাবাহিক উৎপাদন শুরু করছি। আসলে, আমরা এটিকে (জিরকন মিসাইল) পরিষেবাতে রেখেছি, এবং এটি এই বছরের প্রথম দিকে নথিভুক্ত করা হবে। এটুকু তথ্যই আপাতত আমরা জানাতে পারছি,’ তিনি বলেছিলেন।

শোইগু উল্লেখ করেছেন যে, আর্মি-২০২২ ফোরামে স্বাক্ষরিত চুক্তিতে সরমাট ক্ষেপণাস্ত্র সহ উন্নত অস্ত্র ব্যবস্থার উৎপাদন অন্তর্ভুক্ত ছিল। ‘কিনজল ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে, অবশ্যই (তাদের) উৎপাদন অব্যাহত রাখা হবে,’ তিনি বলেছিলেন।

আর্মি-২০২২ আন্তর্জাতিক মিলিটারি-টেকনিক্যাল ফোরাম ১৫ থেকে ২১ আগস্ট মস্কোর বাইরে প্যাট্রিয়ট এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজক। সূত্র: তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ