Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাফিক পুলিশের জীবন

| প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

ট্রাফিক পুলিশ আমাদের জীবনের সাথে ওতোপ্রোতোভাবে জড়িয়ে আছে। আমাদের চলার পথকে আরও সহজ ও সাবলীল করার জন্যই তারা অক্লান্ত পরিশ্রম করে যান। বাংলাদেশে ট্রাফিক পুলিশ ট্রাফিক শৃঙ্খলা রক্ষার জন্য এখনো পুরনো পদ্ধতি ব্যবহার করে। রাস্তায় দাঁড়িয়ে ধুলাবালি, রৌদ্র-বৃষ্টি, গাড়ির হর্নের কানফাটা শব্দের মধ্যে আট-দশ ঘণ্টা দাঁড়িয়ে ডিউটি করতে হয় তাদের। সিটি করপোরেশন কর্তৃক পরিচালিত লাইট সিগন্যাল ত্রুটির কারণে অকেজো হয়ে পড়ে আছে। ফলে ট্রাফিক পুলিশকে হাতের সিগন্যাল দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে হয়। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করার কারণে তাদের মেজাজ খিটখিটে হয়, হাড় ক্ষয় হয়, পায়ে ও মাংসপেশীতে ব্যথা হয়, প্রচণ্ড মাথাব্যথা থাকে, চোখ জ্বালাপোড়া করে। এছাড়া তারা ব্রংকাইটিস, হৃদরোগ, কিডনি রোগ ও ক্যানসারেও ভোগে। বায়ু ও শব্দদূষণের ফলে ট্রাফিক পুলিশ সদস্যরা এ সব স্বাস্থ্য সমস্যার কবলে পতিত হচ্ছে। ফলে অনেকেরই অকাল মৃত্যু হয়। ট্রাফিক পুলিশকে সনাতনী এ ডিউটি থেকে মুক্তি দিয়ে মানবিক কারণে তাদের রোগ-ব্যাধি থেকে রক্ষা করা যেমন জরুরি তেমনি উন্নত দেশের ট্রাফিক ব্যবস্থাপনার মতো আমাদের রাজধানী শহরেও আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু করা অপরিহার্য। এতে নাগরিকরা স্বচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে এবং দেশের ভাবমর্যাদাও বৃদ্ধি পাবে।
প্রসেনজিৎ চন্দ্র শীল
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন