Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুর ভাঙ্গায় অজ্ঞাত ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করলো পুলিশ

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০২২, ৩:৩১ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ আগস্ট) ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদ উদ্দিন আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বৃহষ্পতিবার (১৮ আগস্ট) সকালে উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরবর্তীতে তারা পুলিশকে খবর দিলে ভাঙ্গা থানা পুলিশ ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ওই ব্যক্তিকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

এই বিষয়ে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. তাবাচ্ছুম আক্তার লিমা বলেন, থানা পুলিশের একজন উপ-পরিদর্শক অচেতন অবস্থার এক ব্যাক্তিকে নিয়ে আসে আমাদের কাছে। পরে তাকে ভর্তি করে চিকিৎসা দেয়ায় পর্যায়ক্রমে তার অবস্থার উন্নতি হচ্ছে। তবে, এখনও সে কথা বলতে পারছেনা।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদ উদ্দিন আহম্মেদ বলেন, ধারণা করা হচ্ছে কোনো অজ্ঞান বা মলম পার্টির খপ্পরে পড়েছে সে। অচতেন হয়ে পড়লে তার সবকিছু লুট করে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার জ্ঞান ফিরলেই আশা করছি বাকি সব জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ