পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : অটিজম-বিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি, প্রধানমন্ত্রীকন্যা সায়মা ওয়াজেদ হোসেন ‘ইউনেস্কো-আমির জাবের আল-আহমদ আল-সাবাহ পুরস্কার’ বিতরণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। আজ শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিসে এ অনুষ্ঠান হবে। এতে আন্তর্জাতিক জুরি বোর্ডের সভাপতি হিসেবে রয়েছেন সায়মা ওয়াজেদ।
উন্নত ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনযাত্রা উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি বা প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিতে ‘ইউনেস্কো-আমির জাবের আল-আহমদ আল-সাবাহ’ পুরস্কার দিয়ে আসছে। আগামী দুই বছরের জন্য যার সভাপতি সায়মা।
কুয়েতের অর্থ সহযোগিতায় পরিচালিত এই পুরস্কারের অর্থমূল্য ২০ হাজার মার্কিন ডলার, যা একজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে দেওয়া হবে। প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিদের নিয়ে গঠিত আন্তর্জাতিক জুরি বোর্ড এই পুরস্কারের জন্য জমা পড়া শতাধিক আবেদনপত্রের ভেতর থেকে যোগ্য প্রার্থীকে খুঁজে বের করার দায়িত্ব পালন করে। সায়মা ওয়াজেদ হোসেন তার এই ভ্রমণে এ অঙ্গনে কাজ করা বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করবেন এবং তাদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।