পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নগরীর বিশেষ শিশুদের (অটিজম) শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অস্বচ্ছল ও কর্মহীন ১৮০ পরিবারকে উপহার সামগ্রী দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল বৃহস্পতিবার সিটি কর্পোরেশন ভবনে ব্যক্তিগত তহবিল থেকে তিনি ভোগ্যপণ্যসহ এসব উপহার তুলে দেন। এ সময় মেয়র বলেন, অটিজম আক্রান্তরা আমাদের পরিবার তথা সমাজের সদস্য। তাদের সফল ও কর্মক্ষম ব্যক্তিতে পরিণত করতে বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলের ‘শুভেচ্ছা দূত’ ড. সায়মা ওয়াজেদ প্রথম বাংলাদেশী হিসেবে কাজ শুরু করেছিলেন। আজ সমাজ ও রাষ্ট্রে অটিজম আক্রান্তরা প্রতিষ্ঠিত।
মেয়র বলেন, আমরা যদি বিশেষ শিশুদের খাদ্যের জোগান দিতে পারি তাহলে তারা ঘরে থেকে জ্ঞান অর্জনের সুযোগ পাবে। এসময় প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধি মাহবুব খান, নাজিম উদ্দিন, চুমকি চক্রবর্তী, মনিষা সেনগুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।