Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

অটিজম সচেতনতা দিবস পালন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২১, ১২:০০ এএম

বিশ্ব অটিজম সচেতনা দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচীর অংশ হিসেবে গতকাল ইনস্টিটিউট অব পেডিয়াট্রিক নিউরোডিজঅর্ডার এন্ড অটিজম এর উদ্যোগে চিকিৎসক, সাইকোলজিস্ট এবং থেরাপিস্টদের নিয়ে এক ওয়েবিনারের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউর ভিসি প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন ইপনা’র পরিচালক প্রফেসর ডা. শাহীন আকতার। ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, সুবিধা বঞ্চিত বিশেষ শিশুদের সার্বিক উন্নয়নে ইপনা অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে সুবিধা বঞ্চিত এ ধরণের শিশু ও তাঁদের অভিভাবকদের সমস্যা সমাধানের মানবিক প্রয়াস নিয়ে উন্নত গবেষণা ও প্রশিক্ষণ কর্মসূচীতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই ইনস্টিটিউটটি।

ইপনা সারা দেশ থেকে আগত বিভিন্ন পর্যায়ের ডাক্তার, সাইকোলজিস্ট, থেরাপিস্ট, অভিভাবক, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, সরকারী ও বেসরকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান করে থাকে। ২০১৭ সালে ইপনা দেশব্যাপী অটিজম বিষয়ে সবচেয়ে বড় জরিপ কার্যক্রম পরিচালনা করে। জরিপে প্রতি ১০ হাজার জনে ১৭টি অটিজম বৈশিষ্ট সম্পন্ন শিশু পাওয়া যায়। আগামী দিনে ইপনার গবেষণা, প্রশিক্ষণ কর্মসূচীসহ সেবামূলক সকল ধরণের কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন সার্বিক সহায়তা প্রদান করে যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অটিজম

৩ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ