বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পরে এফবি সোহেল ও এফবি সুজন নামের দুটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বঙ্গোপসাগরের মৌডুবির বয়া সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় পাশ্ববর্তী এফবি শাহাদাৎ নামের অন্য একটি ট্রলার সকল জেলেদের উদ্ধার করে। উদ্ধারকৃত জেলে, ট্রলার মালিক সোহল ও সুজনের বাড়ি মৌডুবী ইউনিয়নের নীচকাটা গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।
এফবি সোহেল ট্রলারের মালিক সোহেল মিয়া জানান, আকস্মিক ঝড়ে আমার ট্রলারটি হঠাৎ ডুবে যায়। ভাগ্য ভালো পাশে এফবি শাহাদৎ ট্রলারটি ছিলো। তাৎক্ষনিক আমি সহ আমার ট্রলারের সকল জেলেকে ওই ট্রলারের জেলেরা উদ্ধার করেছে। এফবি সুজন ট্রলারের মালিক সুজন মিয়া জানান, আমার ট্রলারের সকল জেলে উদ্ধার হয়েছে। এখন আমরা অপর তিনটি ট্রলারের সাহায্যে তীরে নিয়ে আসার চেষ্টা করতেছি।
আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, আকস্মিক ঝড়ের কবলে পরে ট্রলার দুটি ডুবে গেছে। এতে ওই ট্রলার মালিকদের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। ইতিমধ্যে জেলেরা ট্রলার দুটি উদ্ধার কাজ শুরু করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।